ইন্টারনেটে তীব্র চর্চিত বা আলোচনার কেন্দ্রে থাকা এই নববধূর নাম ক্রিস। ৩৮ বছর বয়সি এই তরুণী সম্প্রতি বিয়ে করেছেন ৩৬ বছরের জেমস আর্মস্ট্রং-কে। বিয়ের আগে জেমসের কাছে একটি বিশেষ শর্ত রেখেছিলেন ক্রিস। বলেছিলেন, বিয়ের পর তাঁর সঙ্গে আনবেন প্রাক্তন স্বামী ব্র্যান্ডনকেও। হবু স্ত্রীর প্রস্তাবে অরাজি হননি জেমস। সংবাদমাধ্যমে প্রকাশ, ব্র্যান্ডনকে যথেষ্ট যত্ন করেন জেমস। শুধু তাই নয়। স্ত্রী ক্রিসের সঙ্গে জেমসও এখন ব্র্যান্ডনের স্থানীয় অভিভাবক।
advertisement
জানা গিয়েছে, ছোটবেলার বন্ধু ব্র্যান্ডনকে ২০০৬ সালে বিয়ে করেছিলেন ক্রিস। তাঁদের বিয়ের কিছু বছর পরই গাড়ি দুর্ঘটনায় আহত হন ব্র্যান্ডন। পরে শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলেও কাটিয়ে উঠতে পারেননি মানসিক আঘাত। মানসিক দিক থেকে এখনও সম্পূর্ণ সুস্থ নন তিনি। প্রথমে স্বামীর পাশেই ছিলেন ক্রিস। কিন্তু ক্রমে এই লড়াই তাঁর কাছে দুঃসহ হয়ে ওঠে। এক সময় প্রথম স্বামী ব্র্যান্ডনকে ডিভোর্স করেন তিনি।
আরও পড়ুন : রবিবার কত ক্ষণ থাকবে ফাল্গুনী অমাবস্যা? এই বিশেষ কাজেই আসবে পুণ্য, কাটবে বিপদ
জীবনে চলার পথে নতুন সম্পর্কেও বাঁধা পড়েন ক্রিস। জেমসকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু ক্রমে উপলব্ধি করেন তাঁর সাহচর্য দরকার ব্র্যান্ডনের। ইতিমধ্যেই প্রাক্তন স্বামীর স্থানীয় অভিভাবক হয়েছিলেন তিনি। দাম্পত্য না থাকলেও অভিভাবক হিসেবে থাকতেন মানসিক ভাবে অসুস্থ প্রাক্তন স্বামীর সঙ্গে।
দ্বিতীয় বিয়ে করার পরও প্রাক্তন স্বামীকে নিজের কাছেই রাখতে চান ক্রিস। সেই ইচ্ছে প্রকাশ করেন দ্বিতীয় পক্ষের স্বামী জেমসের কাছেও। সব কথা শুনে মানবিকতার খাতিরে রাজি না হয়ে থাকতে পারেননি জেমস আর্মস্ট্রং। দ্বিতীয় পক্ষের স্বামীর সম্মতিতেই প্রাক্তন স্বামীকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে থাকতে এসেছেন স্ত্রী। তাঁদের তিন জনকে বাহবা জানিয়েছে সোশ্যাল মিডিয়া।