তাঁর কথায়, ‘‘আমি সেই কাজগুলিই ভালবেসে করি, যেগুলি করতে সাধারণত নারাজ হন স্ত্রীরা। যেমন স্বামীদের সঙ্গে টিভিতে ফুটবল দেখা, স্বামীর পছন্দের টিভি চ্যানেল দেখা-এ সবে আমার কোনও আপত্তি নেই। কোনও অভিযোগ অনুযোগ ছাড়াই করব এগুলো।’’
পুরুষরা সাধারণত তাঁকে ১২ ঘণ্টা বা ২৪ ঘণ্টার জন্য ভাড়া করেন। অভিজ্ঞতা বলছে কেউ মন খুলে কথা বলেন। আবার অনেকেই বলতে চান না গোপন কথা। ব্যাবির উপলব্ধি, সংসার থাকলেও একাকিত্বে কষ্ট পান বিবাহিত পুরুষরা।
advertisement
ব্যাবির স্বাধীনচেতা মনোভাবে খুশি পুরুষরা। কেউ কেউ বিস্মিত এটা দেখে যে ব্যাবি গাড়ির টায়ারও পাল্টাতে পারেন। তবে কোনও পুরুষেরই বাড়িতে যান না এই তরুণী। তাঁদের এই সঙ্গসুখ চলে শুধুমাত্র অনলাইনে। অনলাইনেই চলে সিনেমা দেখা, ফুটবল উপভোগ করা বা দীর্ঘ ক্ষণ গল্প করা।
চিরকাল অবশ্যই ভাড়া করা বউ হয়ে থাকতে চান না তিনি। একদিন তিনিও বিয়ে করে থিতু হবেন সংসারে। তবে যত দিন না মনের মানুষকে পাচ্ছেন তত দিন অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়েই বুঝতে চান পুরুষদের ভাল লাগা মন্দ লাগা।