দুর্বলতা এবং অসাড়তা: মাঝে মধ্যেই শরীর দুর্বল লাগলে হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা বড়সড় রোগের লক্ষণ হতে পারে। মুখের এক দিক, এক পা বা হাত অসাড় হয়ে গেলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যেতে হবে।
আরও পড়ুন - Viral Video: ও মা কী করছেন যুজবেন্দ্র চাহাল! তা আম্পায়রের সঙ্গে, দেখুন ভাইরাল ভিডিও
advertisement
দৃষ্টিশক্তি হারানো বা হাত দুর্বল হয়ে পড়া: হঠাৎ করে দৃষ্টিশক্তি হারালে সেটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। সেই সঙ্গে হাতেরও দুর্বলতা, অনুভূতি চলে যাওয়া, জড়ানো কথা বা কথা বুঝতে সমস্যা হওয়া গুরুতর স্ট্রোকের লক্ষণ। এই উপসর্গগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে পারে। রোগীর দৃষ্টিশক্তি যদি হঠাৎ ঝাপসা হয়ে যায়, বিশেষ করে এক চোখে, তাহলে ফেলে রাখা উচিত নয়। এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
ভারসাম্য হারানো: রোগী হঠাৎ পড়ে গেলে কিংবা ভারসাম্য হারালে বুঝতে হবে গুরুতর কোনও সমস্যা হচ্ছে। বমি বমি ভাব, বমি, জ্বর, হঠাৎ পড়ে যাওয়া কার্ডিওভাসকুলার সমস্যার দিকে ইঙ্গিত করে। কারও আচমকা হেঁচকি উঠতে শুরু করে। স্ট্রোকের ঠিক আগে কারও গিলতে সমস্যা হতে পারে।
আরও পড়ুন - সুযোগ থাকলেও আউট করলেন না ডেভিড মিলারকে! রবিচন্দ্রন অশ্বিনের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল
তীব্র মাথাব্যথা: মাথাব্যথা কখনই উপেক্ষা করা উচিত নয়। কোনও কারণ ছাড়া হঠাৎ হঠাৎ মাথাব্যথা শুরু হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে মাথাব্যথা দ্রুত সেরেও যায়। কিন্তু এর সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া কিংবা মাথা ঘোরা শুরু হলে উপেক্ষা করা ঠিক হবে না।
দ্রুত সনাক্ত করার পদ্ধতি: স্ট্রোক হয়েছে কিনা বোঝার কয়েকটি উপায় রয়েছে। মুখ – রোগীকে হাসতে বলতে হবে। হাসতে গেলে যদি চোয়াল ঝুলে যায়, বুঝতে হবে স্ট্রোক হয়েছে। হাত – দুহাত সামনের দিকে বাড়াতে বলতে হবে। যদি হাত ঝুলে যায়, সেটা স্ট্রোকের লক্ষণ। কথা – রোগী কোনও কিছু পড়তে বা একটা বাক্য বলতে পারছে কি না খেয়াল করতে হবে। জড়ানো কথা কিংবা কথা বলার সময় মুখ দিয়ে অদ্ভুত শব্দ বেরোলে সেটা স্ট্রোকের লক্ষণ।
করণীয়: স্ট্রোক হলে রোগীকে নিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছতে হবে। প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। নিজের গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার চেয়ে অ্যাম্বুলেন্স ডাকাই উচিত। হাসাপাতালে চিকিৎসক রোগীর অবস্থা বুঝে চিকিৎসা শুরু করবেন। লক্ষণ দেখার পর থেকে ৩ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ওষুধ পড়া জরুরি। তবেই মৃত্যুর সম্ভাবনা রোধ করা যাবে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)