TRENDING:

Personality: শরীরী ভাষাতেই বোঝা যাবে ব্যক্তিত্ব ! কাছের মানুষটি আসলে কেমন, জেনে নিন

Last Updated:

Body Language: দেখে নেওয়া যাক, কী ভাবে বুঝতে হবে যে, সেই মানুষটি আমাদের প্রতি কেমন মনোভাব ব্যক্ত করছেন শরীরী ভাষার দ্বারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নতুন কোনও মানুষের সঙ্গে আলাপ হল৷ কিন্তু মানুষটিকে বোঝা যাবে কী ভাবে? শুধু কথা শুনে বা হাঁটা-চলা দেখে তো আর মানুষকে পুরোপুরি বোঝা যায় না! তবে উপায় রয়েছে৷ কী সেই উপায়?
photo source collected
photo source collected
advertisement

বডি ল্যাঙ্গুয়েজ (Body Language) বা শরীরী ভাষা অথবা আদব-কায়দা এমন বিষয়, যা দেখে সহজেই বুঝে নেওয়া যায় মানুষটির ব্যক্তিত্ব (Personality)৷ আর মানুষটি আমাদের প্রতি কেমন ধারণা রাখে, সেটাও সহজে আঁচ করা যায়৷ দেখে নেওয়া যাক, কী ভাবে বুঝতে হবে যে, সেই মানুষটি আমাদের প্রতি কেমন মনোভাব ব্যক্ত করছেন শরীরী ভাষার দ্বারা৷

advertisement

ক্ষমতা এবং মূল্যায়ন:

ধরা যাক, আমরা কিছু একটা বলছি৷ সেখানে বসে কেউ হয় তো আঙুল দিয়ে ক্রমাগত নিজের নাকের উঁচু অংশটায় যদি টোকা দিতে থাকেন, তা হলে বুঝতে হবে তিনি আমাদেকে নেতিবাচক ভাবে বিবেচনা করছেন৷ আর তাঁদের কাঁধ দু’টি যদি পিছনের দিকে টানটান থাকে, তা হলে বুঝতে হবে যে, সেই মানুষটি অত্যন্ত ক্ষমতাশালী এবং সাহসী৷

advertisement

সিদ্ধান্তহীনতা এবং আত্মবিশ্বাসের অভাব:

আবার কখনও এমন মানুষ দেখতে পাওয়া যাবে, যাঁরা বারবার কানে হাত দিচ্ছেন৷ এর অর্থ কী? আসলে এর অর্থ হল, সেই মানুষটি সিদ্ধান্ত নিতে পারেন না৷ সিদ্ধান্তহীনতায় ভোগেন৷ আবার অনেক সময় কিছু মানুষের দেখা পাওয়া যায়, যাঁরা কারও প্রশংসা করছেন অথচ তাঁদের মাথা নিচু৷ তখন বুঝতে হবে সেই মানুষটি হয় তো লাজুক হতে পারেন, অথবা সে রকম আত্মবিশ্বাসী নন৷

advertisement

আগ্রহ ও দুর্বলতা:

লক্ষ্য করলে দেখা যাবে, কথা বলার সময়ে কেউ মাথা নাড়াচ্ছেন৷ তা হলে বুঝতে হবে, তিনি আমাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যেতে আগ্রহী৷ তবে যদি দেখা যায়, খুব বেশি মাথা নাড়াচ্ছেন, তখন বুঝতে হবে, সেই মানুষটি বাক্যালাপ চালিয়ে যেতে একেবারেই আগ্রহী নন৷ কিন্তু আমাদের মনে আঘাত দিতে চান না বলে তিনি সেটা সামনাসামনি বলছেন না৷

advertisement

আবার অনেক সময় দেখা যায়, কথা বলার সময় কারও কারও হাতের তালু উপরের দিকে মুখ করে রয়েছে, তা হলে বোঝা যাবে, ওই মানুষটি বেশ খোলামেলা৷

শ্রদ্ধা ও নিয়ন্ত্রণ:

এমন অনেকে আছেন, যাঁরা কথা বলার সময় অন্যের দিকে আঙুল উঁচিয়ে থাকেন৷ এ রকম দেখলে বুঝতে হবে যে, উল্টো দিকে থাকা মানুষটির প্রতি এঁদের কোনও রকম শ্রদ্ধা নেই৷ আর গোটা হাত নেড়ে যদি কেউ অন্যের উদ্দেশে কথা বলেন, সে ক্ষেত্রে বুঝতে হবে সেটা নিয়ন্ত্রণের ইঙ্গিত৷

ধৈর্য এবং অসম্মতি:

কথাবার্তা বলার সময় অনেককেই ঘাড় চুলকোতে দেখা যায়৷ তা হলে বুঝতে হবে, সেই মানুষটি আমাদের কথার সঙ্গে সহমত নন৷ আবার অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে, কেউ সামনের দিকে ঝুঁকে বসে আছেন আর তাঁর হাত দু’টো হাঁটুর উপর রাখা৷ তা হলে বুঝতে হবে, সেই মানুষটা ওই মুহূর্তে জায়গা ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন৷

বিশ্লেষণ:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনেকে সময় দেখা যায়, কিছু মানুষ কথা বলার সময় আমাদের চোখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন৷ এতে হয় তো আমরা অস্বস্তি বোধ করছি৷ এমন হলে বুঝতে অসুবিধা নেই, সেই মানুষটা আমাদের সামনে মিথ্যে বলছেন৷ আবার কথা বলার সময় এটাও লক্ষ্য করতে হবে যে, কেউ কেউ চোখের পলক না-ফেলে আমাদের দিকে চেয়ে রয়েছেন কি না, তা হলে ধরে নিতে হবে যে, সেই মানুষটি আমাদের বিশ্লেষণ করছেন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Personality: শরীরী ভাষাতেই বোঝা যাবে ব্যক্তিত্ব ! কাছের মানুষটি আসলে কেমন, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল