TRENDING:

কম্বলে খাবারের দাগ? ধুতে তো পারবেন না! রোজকার 'এই' জিনিসেই হবে কামাল, মুহূর্তে দাগ দূর

Last Updated:

দেখে নেওয়া যাক কম্বলের উপর থেকে দাগ তোলার সহজ উপায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতের মরশুম মানেই তো বেশ জবুথবু একটা ব্যাপার। লেপ-কম্বল ছেড়ে বেরিয়ে বিছানা থেকে নামতেই ইচ্ছে করে না। এমনকী ঠান্ডাতেও লেপ-কম্বল থেকে বেরিয়ে খেতে পর্যন্ত ইচ্ছে করে না। অনেকে তো লেপ-কম্বলের মধ্যে বসেই বিশেষ করে রাতের খাওয়াদাওয়া সেরে নেন। কিন্তু লেপ-কম্বলের তলায় বসে খেতে গিয়ে অনেক সময়ই তার উপর খাবার কিংবা চা-কফি পড়ে যেতে পারে। আর ঝোল অথবা তরকারি কিংবা চা-কফি পড়ে গেলে কম্বল কিংবা লেপ থেকে সেই দাগ তোলা মুশকিল হয়ে যায়। কারণ লেপ-কম্বল তো আর ধোওয়া যায় না। কিন্তু উপায় তো রয়েছেই! তা-হলে সেটা কী? দেখে নেওয়া যাক কম্বলের উপর থেকে দাগ তোলার সহজ উপায়।
advertisement

বেকিং সোডা:

বেকিং সোডা বেশ কাজের জিনিস। লেপ-কম্বলকে দাগমুক্ত করতে এটা অত্যন্ত উপকারী উপাদান। এর জন্য আধ লিটার জলে ২ চামচ বেকিং সোডা যোগ করতে হবে। দাগ লেগে যাওয়া অংশটি এর মধ্যে ১০ মিনিট মতো ডুবিয়ে রেখে দিতে হবে। এর পর ঘষে ঘষে দাগ তুলে নিতে হবে।

ভিনিগার:

advertisement

জলের বোতল পরিষ্কার করার জন্য প্রয়োজন হয় ভিনিগারের। রান্নাবান্না ছাড়াও অন্যান্য কাজে লাগে হেঁশেলের গুরুত্বপূর্ণ এই উপাদান। ১ লিটার ঈষদুষ্ণ গরম জলে ২-৩ চামচ ভিনিগার মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ দিয়ে সহজেই লেপ-কম্বলকে দাগছোপ মুক্ত করা সম্ভব।

লেবুর রস আর লবণ:

লেপ-কম্বলের যে অংশে দাগ লেগে রয়েছে, সেই অংশের দাগ তোলার জন্য একটি মিশ্রণ বানাতে হবে। এই মিশ্রণ বানানোর জন্য একটি বড় বাটিতে ৪-৫ চামচ লেবুর রস চিপে বার করে নিতে হবে। এ-বার তার মধ্যে ১ চামচ লবণ মিশিয়ে নিতে হবে। এর পর দাগ পড়ে যাওয়া অংশটিকে ওই মিশ্রণে ৭ মিনিট মতো রেখে দিলেই দাগ উঠে যাবে।

advertisement

হাইড্রোজেন পার-অক্সাইড:

ঘরে হাইড্রোজেন পার-অক্সাইড থাকলে তো কথাই নেই। একটি পাত্রে জলের সঙ্গে এই উপাদান মিশিয়ে নিতে হবে। এ-বার লেপ কিংবা কম্বলের দাগ পড়ে যাওয়া অংশে ওই মিশ্রণ লাগিয়ে রগড়ে রগড়ে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দাগ তো চলেই যাবেই, সেই সঙ্গে কম্বলও আরও সুন্দর হয়ে উঠবে।

advertisement

আরও পড়ুন: Exclusive| Station Birthday|| হাতি ট্রেনে ওঠানোর জন্যই তৈরি হয় সাড়ে তিন নম্বর প্লাটফর্ম! গোবরডাঙা স্টেশনের ইতিহাস রোমহর্ষক

রাবিং অ্যালকোহল:

আজকাল রাবিং অ্যালকোহল বোধহয় প্রতিটি ঘরে-ঘরেই পাওয়া যায়। জলের সঙ্গে রাবিং অ্যালকোহল মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এর পর এই মিশ্রণ কম্বলের দাগ লেগে যাওয়া অংশে লাগিয়ে নিতে হবে। এতে দাগ সাফ হয়ে যাবে।

advertisement

ডিটারজেন্ট পাউডারের ঘন মিশ্রণ:

ধরা যাক, বাড়িতে ডিটারজেন্ট পাউডার ছাড়া আর কিছুই নেই। সে ক্ষেত্রেও রয়েছে উপায়। তা-হলে যথেষ্ট পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে ফেলতে হবে। সেই মিশ্রণ দাগের উপর ছড়িয়ে দিতে হবে। তার পর ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে ফেললেই কেল্লা ফতে।

টুথপেস্ট:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অনেক সময় লেপ-কম্বলে চা-কফির দাগ লেগে যেতে পারে। সে ক্ষেত্রে টুথপেস্ট কিন্তু মুশকিল আসান করতে পারে। লেপ-কম্বলের যে অংশে চা-কফির দাগ লেগেছে, সেই অংশে যে কোনও টুথপেস্ট কিছুটা লাগিয়ে রেখে দিতে হবে। মিনিট পনেরো পরে তা ধুয়ে নিতে হবে। এতে দাগ পুরোপুরি ভাবে চলে যাবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কম্বলে খাবারের দাগ? ধুতে তো পারবেন না! রোজকার 'এই' জিনিসেই হবে কামাল, মুহূর্তে দাগ দূর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল