এক চন্দননগরের পর্যটক বলেন, ” বিষ্ণুপুরে এত সুন্দর টেরাকোটার মন্দির এবং স্থাপত্য দেখতে পাব সেটা আশা করিনি। খুবই ভাল লাগছে এসে। এই পাথরের দরজার ঠিক কিছুটা আগেই আর একটা দরজা আছে, যার নাম গড় দরজা। এই পুরো এলাকাটা জলপূর্ণ পরিখা ও ছোট টিলা দিয়ে ঘেরা ছিল বলে জানা যায়, যার কিছুটা এখনও দেখা যায় আজও।’’ এছাড়াও কথিত, সৈন্যরা প্রবেশতোরণ রক্ষা করত যাতে বহিরাগত শত্রুরা সহজেই প্রবেশ করতে না পারে।
advertisement
আরও পড়ুন : মল্লরাজাদের শহরে প্রাচীন ইতিহাস ঘিরে সবুজ গালিচা…শীতের নরম রোদে আসুন বীর হাম্বীর উদ্যানে
মল্লরাজ বীরসিংহ এই পাথর দরজা নির্মাণ করান। এখনও বিষ্ণুপুর রাজদরবার প্রাঙ্গণের অবশিষ্ট স্থাপত্যের মধ্যে অন্যতম এই তোরণ বিষ্ণুপুর শহরের এক বিশেষ আকর্ষণ। বাঁকুড়ার মন্দিরনগরী বিষ্ণুপুর ঘুরতে আসছেন? বাঁকুড়ার মন্দির নগরীতে রয়েছে একাধিক টেরাকোটার দুর্দান্ত সব প্রাচীন মন্দির। এই মন্দিরগুলি দেখলে আপনার চোখ কপালে উঠবে।
এক একটা মন্দির যেন চোখধাঁধাঁনো স্থাপত্য! গড় দরজা সেগুলির অন্যতম। শুধুমাত্র এই রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বিদেশিদেরও আনাগোনা লেগে থাকে রাজ্যের এই মন্দিরনগরীতে, গোটা বছরই।