TRENDING:

Kenduli Mela: ভরা শীতে অজয়ের তীরে শুরু জয়দেবের কেন্দুলি মেলার প্রস্তুতি, জানুন দিনক্ষণ

Last Updated:

Kenduli Mela:বীরভূম জেলার অজয় নদের তীরে আয়োজিত ঐতিহ্যবাহী বাউল মেলা, যা কবি জয়দেবের স্মৃতিতে মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: বীরভূম জেলার অজয় নদের তীরে আয়োজিত ঐতিহ্যবাহী বাউল মেলা, যা কবি জয়দেবের স্মৃতিতে মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এবং বাউল-ফকিরদের মিলনক্ষেত্র হিসেবে পরিচিত। এই কয়েকদিন ব্যাপী মেলায় অজয় নদে পুণ্যস্নান, রাধাবিনোদ মন্দিরে পুজো এবং বাউলদের একতারার সুরে মাটির গান পরিবেশনার মধ্য দিয়ে সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মিলন ঘটে। ভরা শীতে সেই মেলার তোড়জোড় শুরু হল। বীরভূমের ইলামবাজারে জয়দেবে অজয় নদের ধারে ওই মেলা শুরু হবে ১৩ জানুয়ারি। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
মেলা
মেলা
advertisement

এই বছর কয়েক দিন ভাঙা মেলাও থাকবে বলে জানা গিয়েছে। সেই মতো জোরকদমে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার থেকে অফলাইন ও অনলাইনের মাধ্যমে শুরু হয় মেলার স্টল বুকিং। ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার বলেন, ” অফলাইন ও অনলাইনে মাধ্যমে ৩০০টি স্টল বুকিং করা হয়েছে। প্রয়াস নামে একটি অনলাইন অ্যাপ চালু করা হয়েছে বুকিংয়ের সুবিধার জন্য। আরও চার দিন স্টল বুক করা যাবে।”

advertisement

অন্য দিকে, ইলামবাজার ব্লক বামফ্রন্ট কমিটির তরফে মেলায় ছোট-বড় দোকানদার, প্রদর্শনী, নাগরদোলা ইত্যাদির জায়গা নিতে গিয়ে যাতে দালালদের খপ্পরে না পড়তে হয় তার জন্য মেলা কমিটিকে সজাগ থাকা, ব্যবসায়ীদের সমস্যা কাটানো, পরিকাঠামোকে আরও উন্নত করা, মেলা এলাকার মধ্যে বসবাসকারী স্থায়ী বাসিন্দা-সহ তাঁদের আত্মীয়-স্বজনেরা যাতে মেলার জন্য টোল ট্যাক্সে যাতে হয়রানির শিকার না-হন তার ব্যবস্থা করার দাবিতে বিডিওর কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। জয়দেব মেলায় প্রচুর মানুষের সমাগম হয়। ভিন রাজ্য, এমনকি দেশ ছাড়িয়ে বিদেশের পর্যটকরাও আসেন।

advertisement

আরও পড়ুন : বাবুঘাটের পর বকখালি! সূর্যাস্তের আলোয় গঙ্গারতি দর্শনে মুগ্ধ পুণ্যার্থী ও পর্যটকরা

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলমহলের মানুষজন খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! শালপাতার থালা-বাটি বানিয়ে কামাচ্ছেন টাকা
আরও দেখুন

প্রায় ৪০০ বছরের প্রাচীন এই মেলা, বছরের এই বিশেষ সময়ে তাতে ভিড় জমায় দূর দূরান্তের মানুষ। এই বছর জয়দেব মেলায় ভিড় বাড়তে পারে, তা অনুমান করেই ইলামবাজার থানার পুলিশ, গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে। জয়দেব-কেঁদুলিতে পুলিশ কন্ট্রোল রুম খোলা হবে বলে সূত্রের খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু জায়গায় লাগানো হবে সিসিটিভি ক্যামেরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kenduli Mela: ভরা শীতে অজয়ের তীরে শুরু জয়দেবের কেন্দুলি মেলার প্রস্তুতি, জানুন দিনক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল