মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
মেষরাশি খুব স্পষ্টবক্তা হয়। এরা উপহারে ব্যক্তিগত ছোঁওয়া পছন্দ করে। তাই এদের এমন উপহার দিতে হবে যাতে তাদের নাম বা ছবি থাকে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
বৃষরাশিকে দেওয়া যায় ইনডোর প্লান্টস। এতে তাদের জীবনে শান্তি ও সাম্য আসবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০
মিথুন রাশি ভালোবাসে অ্যাডভেঞ্চার। এদের সৃষ্টিশীলতার কথা মাথায় রেখে ভ্রমণ পত্রিকা বা দাবার সেট দেওয়া যায়।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২
যেহেতু এই রাশি খুব আবেগপ্রবণ হয় তাই এক তোড়া গোলাপ, সানগ্লাস বা সুগন্ধি মোমবাতির মতো শৌখিন উপহার দিলে ভালো হয়।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
সিংহ রাশি ভালোবাসে চমক পেতে। তাই ভাইকে দিতে পারেন গ্রাফিক টি শার্ট, ব্লু টুথ স্পিকার, কফির মাগ ইত্যাদি।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
আশাবাদী স্বভাবের কন্যা রাশি এমন উপহার চায় যা তাদের কাজে লাগবে। ট্রাভেল কেস, হেডসেট দেওয়া যায়।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
অর্থপূর্ণ উপহার হল তুলা রাশির জন্য সেরা।এঁদের দেওয়া যায় টেবিল ল্যাম্প, প্লানটারস ইত্যাদি।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
বৃশ্চিক রাশির জন্য উপহার কেনা খুব কঠিন ব্যাপার। খুঁতখুঁতে স্বভাবের বৃশ্চিকের জন্য কেনা যায় স্ফটিকের সেট, কোলন, ফাঙ্কি জুয়েলারি ইত্যাদি।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
স্বপ্ন দেখতে ভালোবাসে এই রাশি। এদের দেওয়া যায় বই, বুক সেলফ, জলের বোতল ইত্যাদি।
আরও পড়ুন- রাজা-বাদশার চেয়ে ভাই কম কীসে! ভাইফোঁটায় নিজের হাতে রাঁধুন চিকেন আকবরি...
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
বেশি দামি উপহার ভালোবাসে না এই রাশি। এদের ছোট্ট কিন্তু সুন্দর কিছু যেমন পেন, ফুলদানি দেওয়া যায়।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
মকর রাশিকে দেওয়া যায় জিম ব্যাগ, ট্রাভেল মাগ ইত্যাদি।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
উপহারের দামের চেয়ে যে এই উপহার দিচ্ছে তার সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দেয় এরা। তাই এদের দেওয়া যায় ব্রেসলেট, সুগন্ধি মোমবাতি, শেভিং কিট ইত্যাদি।