TRENDING:

বিয়ের মাঝরাতে নতুন বউয়ের সামনেই বরের কেলোর কীর্তি...! এ কী করে ফেললেন? দুরন্ত গতিতে ভাইরাল

Last Updated:

Bengali Wedding ||Viral Video: ভাইরাল ভিডিওতে যা দেখা গেল চোখ কপালে উঠল সবার! হতবাক নেটিজেনরাও। পেলেন অনাবিল আনন্দও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ভিডিও : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন এমন অনেক ঘটনাই ভাইরাল হয় যা আমাদের চেনা জানা পরিধির বাইরে হলেও তা দেখে আমরা পাই অনাবিল আনন্দ। কখনও তা হয় রাস্তাঘাটের অচেনা মানুষের, কোনও পশু পাখির তো কখনও আবার কোনও বিয়েবাড়ির মজার মুহূর্তের। অনেকেই এই ধরনের ভিডিও দেখে মজা পান ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করেন। সম্প্রতি এমনই এক বাঙালি বিয়েবাড়ির ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এই রাজ্যেরই কোনও এক প্রান্তের ভিডিয়ো এটি, কিন্তু জায়গার নাম জানা যায়নি।
ছাদনাতলায় এ কী করে ফেললেন বর!
ভাইরাল ভিডিও
ছাদনাতলায় এ কী করে ফেললেন বর! ভাইরাল ভিডিও
advertisement

মজাদার এই ভিডিওতে দেখা গিয়েছে, বউকে সিঁদুর পরাতে গিয়েই নিজেই পরে নিচ্ছিলেন বর। বাঙালির বিয়েকে মজা করে প্রায়ই বলা হয় বিগ ফ্যাট ওয়েডিং। এই বিয়ের জাঁকজমক নিয়ে গোটা দেশ কেন, নজর থাকে সারা বিশ্বের। একগাদা নিয়ম, সুন্দর সাজগোজ, খাবারদাবারের এলাহি আয়োজন। সোশ্যাল মিডিয়ায় বাঙালি তথা দেশি বিয়ের ভিডিয়ো খুব ভাইরাল হয়। নানা সময়ে নানাবিধ কাণ্ড কারখানা দেখা যায় এ দেশের বিয়েবাড়িগুলোতে। আর বাঙালির বিয়েবাড়ি মানে তাতে অন্যরকম কিছু ঘটবেই। সেই ভিডিয়োও একপ্রকার নিয়ম করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে।

advertisement

ইনস্টাগ্রামে কলকাতা চিত্রগ্রাফি নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। বাঙালির বিয়ের লগ্ন একটা বড় ব্যাপার। এই যুগলের বিয়ের লগ্ন ছিল সেই রাত দুটোয়। বর-কনে দুজনের কেউই অপেক্ষা করতে পারছিলেন না আর। ছোট্ট ভিডিয়োতে দেখা গেল, যখন সিঁদুরদানের সময় এল তখন এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললেন বর। কনের কপালের সিঁদুর না পরিয়ে প্রথমে নিজের কপালেই সিঁদুর দিয়ে ফেলছিলেন তিনি। কনে থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা তো হতবাক।

advertisement

শেষমেশ কনের চোখের ইশারায় ভুল ভাঙলেন ওই বর। জিভ বের করে তারপরে কনের কপালেই পরালেন সিঁদুর। সেই ভিডিয়ো দেখেই বিবাহবাসরে উপস্থিত লোকজনরা তো বটেই, না হেসে পারেননি নেটপাড়ার লোকজনও। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “পুরোহিত বিয়ে না দিলে নিজেই করে নেব!”

ভিডিয়োর কমেন্ট সেকশন থেকে জানা গিয়েছে, এই বিয়ের অনুষ্ঠানটি ছিল গত ৯ মার্চ। অনেকেই জানিয়েছেন যে, এই একটাই বিয়ের লগ্ন এই বছরে রাত দুটোর সময় ছিল। আর একটা মজাদার বিষয় উঠে এসেছে ভিডিয়োর কমেন্ট সেকশন থেকে। একজন বলেছেন, তার মায়ার বিয়ের ভিডিয়ো এটি। সে দিন তিনিও সেখানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন। ভিডিয়োতে প্রায় ২ লাখ ১৫ হাজার লাইক পড়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অনেকে এই ভিডিয়ো দেখার পর মজাদার কিছু কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “এটা আসলে ভাইরাল হওয়ার ধান্দা।” কেউ আবার যোগ করেছেন, “ভাগ্যিস তিনি ঘুমের ঘোরে অন্য মহিলার মাথায় সিঁদুর পরিয়ে দেননি।”

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিয়ের মাঝরাতে নতুন বউয়ের সামনেই বরের কেলোর কীর্তি...! এ কী করে ফেললেন? দুরন্ত গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল