TRENDING:

Bee Bite: মৌমাছি কামড়ালে কী করবেন? জ্বালা এবং ফোলা কমাতে দুর্দান্ত কার্যকর এই ঘরোয়া প্রতিকার

Last Updated:

Bee Bite: জেলা আয়ুষ কর্মকর্তা ডা. প্রভাত কুমার লোকাল 18-কে জানান যে, সবার প্রথমে মৌমাছির দংশনের পরে আক্রান্ত স্থানটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিষ্কার করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মৌমাছির কামড়ের কারণে, একজন ব্যক্তি জ্বালা এবং ব্যথা অনুভব করেন, যাঁদের কখনও মৌমাছি কামড়েছে তাঁরাই এর অসহ্য ব্যথা সম্পর্কে ভাল জানেন। সাধারণত মৌমাছি কামড়ালে কামড়ানোর জায়গাতেও ফোলা ভাব দেখা দেয়। অনেক সময় এই ব্যথা অসহ্য হয়, মৌমাছির হুল থেকেও অনেকের অ্যালার্জি হয়। তাই আমাদের পরিচিত কাউকে যদি কখনও মৌমাছি কামড়ায় তবে আমরা বাড়িতেই এটির চিকিৎসা করতে পারি। আয়ুর্বেদিক ডাক্তাররা অনেক সহজে ঘরোয়া পদ্ধতিতে এর প্রতিকারের পরামর্শ দিয়েছেন।
মৌমাছি কামড়ালে কী করবেন?
মৌমাছি কামড়ালে কী করবেন?
advertisement

ব্যথা থেকে মুক্তি পেতে পেঁয়াজ পাতা এবং কেরোসিন

জেলা আয়ুষ কর্মকর্তা ডা. প্রভাত কুমার লোকাল 18-কে জানান যে, সবার প্রথমে মৌমাছির দংশনের পরে আক্রান্ত স্থানটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিষ্কার করতে হবে। জ্বালা ভাব এবং ব্যথা থেকে মুক্তি পেতে দংশনের জায়গায় এক টুকরো বরফ রাখা যেতে পারে। এছাড়াও এক কাপ জলে দু’ফোঁটা কর্পূরের রস মিশিয়ে পান করলেও তাৎক্ষণিক আরাম পাওয়া যায়। তিনি আমাদের জানিয়েছেন যে, পেঁয়াজ পাতার রস ও কেরোসিন তেল মিশিয়ে তুলো দিয়ে আক্রান্ত স্থানে লাগালে খুব উপকার পাওয়া যায়। এটি করলে কামড়ের জায়গায় জ্বালাপোড়া এবং ফোলা ভাব থেকে আরাম পাওয়া যায়।

advertisement

আরও পড়ুন: খালি পেটে, না ভরা পেটে…? কোন ‘হাঁটায়’ কমে ওজন! কোনটিতে সুগার-কোলেস্টেরল? গবেষণায় উঠে এল সত্যি!

টুথপেস্ট এবং মধুও জ্বালাপোড়া থেকে মুক্তি দেবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও জানান যে, মৌমাছি কামড়ালে সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানে মধু লাগাতে হবে। এটিও আমাদের অনেকটাই স্বস্তি দেবে। মধু সাধারণত আক্রান্ত জায়গা থেকে বিষ ছড়াতে বাধা দেবে এবং এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সংক্রমণ ছড়াতেও বাধা দেবে। সাদা টুথপেস্ট লাগালে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এটি আক্রান্ত স্থানের বিষের প্রভাবও কমায়। এটি ফোলা ভাব থেকেও মুক্তি দিতে পারে। একই সঙ্গে, বেকিং সোডাও ব্যবহার করা যেতে পারে, এটি মূলত ক্ষারীয় প্রকৃতির যা বিষের প্রভাব কমাতে সাহায্য করে। এছাড়াও এটি ব্যথা, চুলকানি এবং ফোলা ভাব থেকেও মুক্তি দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bee Bite: মৌমাছি কামড়ালে কী করবেন? জ্বালা এবং ফোলা কমাতে দুর্দান্ত কার্যকর এই ঘরোয়া প্রতিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল