ত্বকের মধ্যে জমে থাকা ময়লা দূর করে নিম। তাছাড়া নিমের ব্যবহারে মুখে এক উজ্জ্বল আভা চলে আসে। আর নিশ্চিন্ত হওয়ার মতো বিষয় হল যে এই ঘরোয়া ফেসওয়াশ যতই ব্যবহার করা হোক না কেন, এতে ত্বকের কোনও ক্ষতি হয় না। ব্রন বা অ্যাকনের জন্য যাঁদের ত্বকে কালো দাগ হয়ে গিয়েছে তাঁরাও এই ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে কালো দাগ দূর হবে।
advertisement
কী ভাবে এই প্রাকৃতিক ফেসওয়াশ ব্যবহার করা যায়?
মধুর সঙ্গে মিশিয়ে
১০-১৫টা নিম পাতা নিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ মধু ও এক চিমটে দারচিনি গুঁড়ো মিশিয়ে এই ফেসওয়াশ তৈরি করতে হবে। প্রথমে নিম পাতার পেস্ট করে নিতে হবে। দশ মিনিট এই প্যাক মুখে রেখে ধুয়ে ফেলতে হবে।
মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে
এটা অনেকটা মধু ও নিমের ফেসওয়াশের মতোই। ১৫-২০টা নিম পাতা আগে ভালো করে পেস্ট করে নিতে হবে। তার মধ্যে দুই টেবিল চামচ মুলতানি মাটি ও অল্প কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিতে হবে। ১৫ মিনিট রেখে এই প্যাক ধুয়ে নিতে হবে।