TRENDING:

চারটি ঘরোয়া উপাদান, তাতেই দূর হবে বগলের কালো ছোপ

Last Updated:

বগলের কালো ছোপ নিয়ে দুশ্চিন্তা বহুদিনের ৷ নাছড়বান্দা এই দাগ যেতেই চায় না ৷ ওয়াক্সিং, হেয়ার রিমুভার, ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বগলের কালো ছোপ নিয়ে দুশ্চিন্তা বহুদিনের ৷ নাছড়বান্দা এই দাগ যেতেই চায় না ৷ ওয়াক্সিং, হেয়ার রিমুভার, ওয়াক্সিং স্ট্রিপ ব্যবহার করেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন ৷
advertisement

আবার বগলের কালো ছাপ যথেষ্ট অস্বস্তিকরও বটে ৷ স্লিভলেস জামা পড়লে দৃষ্টিকটূ লাগে ৷ তাই এই দাগকে এবার বলুন বাই বাই ৷ মাত্র চারটি ঘরোয়া উপাদানেই বগলের কালো ছাপ দূর করুন ৷

আর এ জন্য একটি প্যাক বানাতে হবে আপনাকে ৷ প্যাক বানাতে লাগবে দুধ, বেকিং সোডা, অ্যালোভেরা জেল আর নারকেল তেল ৷

advertisement

দেখে নিন এই প্যাক বানানোর পদ্ধতি-

• প্রথমে একটি কাঁচের বাটিতে ৪ টেবল চামচ দুধ নিন ৷

• তাতে ২ টেবল চামচ বেকিং সোডা মেশান ৷

• এরপর এর সঙ্গে ১ টেবল চামচ অ্যালোভেরা জেল মেশাতে হবে ৷

advertisement

• সব শেষে এতে ১ টেবল চামচ নারকেল তেল দিত ৷

• এবার ভাল করে মিশিয়ে নিন ৷

• প্যাক তৈরি হয়ে গেলে বগলে ভাল করে সেটি লাগিয়ে স্ক্রাব করুন ৷

• বেশ খানিকক্ষণ মাসাজ করার পর ২০ মিনিট রাখুন ৷

• শুকিয়ে গেলে ভেজা তোয়ালে দিয়ে মুছে নিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

• পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবেন ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চারটি ঘরোয়া উপাদান, তাতেই দূর হবে বগলের কালো ছোপ