নারকেল তেল ও লেবু
চুলের দৈর্ঘ্য অনুযায়ী নারকেল তেল নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে দিতে হবে। এই তেল এবার স্কাল্প ও চুলে মাসাজ করতে হবে। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দু’বার এই তেল ব্যবহার করা যায়।
পেঁয়াজের রস
পেঁয়াজ চুলের জন্য খুব ভালো কারণ এতে আছে ক্যাটালেজ। এতি একটি উৎসেচক যা চুলের রঙ ঘন করে। স্নানের আগে চুলে পেঁয়াজের রস লাগিয়ে নিতে হবে। তার পর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে।
advertisement
কারি পাতা
এক টেবিল চামচ নারকেল তেলে এক মুঠো কারি পাতা নিয়ে ফোটাতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে কারি পাতা যেন পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। এবার এই তেল ছেঁকে নিয়ে মাথায় লাগাতে হবে। স্নানের আগে এই তেল লাগাতে পারলে সব চেয়ে ভালো। তার পর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো ফল পেতে সপ্তাহে দুই বার এই তেল লাগানো যেতে পারে।
শিকাকাই
শিকাকাই হল আরও একটি প্রাকৃতিক উপাদান যা চুল কালো করে। কিছুটা শিকাকাই নিয়ে ভিজিয়ে রাখতে হবে। যদি লোহার পাত্রে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব ভালো হয়। সারা রাত ভিজিয়ে রাখার পর শিকাকাই ফুটিয়ে নিতে হবে। ঠাণ্ডা হলে ছেঁকে নিয়ে এই জল দিয়ে চুল ধুতে হবে।