করিনা কাপুর খান: বেবো সবসময় তরতাজা। আপেলের মতো গাল। টানটান ফিগার। কে বলবে ২ সন্তানের মা! সম্প্রতি ফেস মাস্কের ছবি শেয়ার করেছিলেন করিনা। তাঁর প্রিয় ফেস প্যাকে রয়েছে চন্দন, ২ ফোঁটা ভিটামিন ই তেল এবং এক চিমটে হলুদ।
তারা সুতারিয়া: ইনি বি-টাউনের সেই নবাগতা যাঁকে সবসময় সুন্দর দেখায়। তারা বেসন, মধু, দই এবং হলুদ দিয়ে বাড়িতে তৈরি ফেস মাস্ক ব্যবহার করেন। এটাই তাঁকে এনে দেয় তারকাসুলভ আভা।
advertisement
ক্যাটরিনা কাইফ: ক্যাটরিনার সৌন্দর্যের কথা সর্বজনবিদিত। তবে অনেকেই জানেন না, এর পিছনে আছে ‘জামসু’। এটা কী? ক্যাটরিনা রোজ বরফ জলে মুখ ডুবিয়ে রাখেন। এটা ত্বককে ডিবোল্ট এবং উজ্জ্বল করতে সাহায্য করে।
আরও পড়ুন : তুলতুলে রুটি, মুচমুচে ভাজা থেকে সৌন্দর্যের রহস্য, চালের আটার হাজারো উপকারিতা জানুন
দীপিকা পাড়ুকোন: বাজিরাও মস্তানিতে দীপিকার মেকআপহীন লুক আজও বলিউডের অন্যতম চর্চার বিষয়। কীভাবে এতটা ফ্রেশ রাখেন নিজেকে? দীপিকা শোওয়ার আগে সিটিএম (ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং) রুটিন মেনে চলেন। সঙ্গে শরীরকে রাখেন হাইড্রেটেড।
জাহ্নবী কাপুর: জাহ্নবী তাঁর মা শ্রীদেবীর বিউটি রুটিনই অনুসরণ করেন। প্রাতঃরাশের অবশিষ্ট ফল মুখে ঘষেন। শুনলে মনে হতেই পারে, জাহ্নবী খুব গুরুত্বের সঙ্গে ‘ত্বককে খাওয়ান’।
ঐশ্বর্য রাই বচ্চন: ঐশ্বর্যকে অনেকেই সৌন্দর্যের দেবী আখ্যা দেন। খুব একটা ভুল কিছু নয়। তবে সৌন্দর্যের দেবীর ঘরোয়া টোটকাই পছন্দের। আর সেটা হল বেসন। ঐশ্বর্য বেসন, হলুদ এবং দুধ দিয়ে তৈরি রূপটান মুখে লাগান।
সারা আলি খান: সারা বাদাম দিয়ে মুখ এক্সফোলিয়েট করতে পছন্দ করেন। বাদামের ঘন পেস্ট তৈরি করেন। তারপর সেটা মুখে লাগান। এটাই তাঁর বিউটি সিক্রেট।
কিয়ারা আদবানি: কিয়ারা ত্বকে তাজা টম্যাটোর পেস্ট লাগান। এটা ট্যান দূর করে এবং ত্বককে উজ্জ্বল রাখে।
শিল্পা শেঠি কুন্দ্রা: শিল্পা ফিটনেস রুটিন মেনে চলেন। নিয়মিত যোগব্যায়াম অনুশীলনই তাঁর উজ্জ্বল ত্বকের গোপন রহস্য। পাশাপাশি তিনি প্রতিদিন ডাবের জল পান করেন।
অনন্যা পাণ্ডে: এই বলিউড নায়িকা সবসময় গোলাপের কুঁড়ির মতোই উজ্জ্বল। অনন্যা কাজের ফাঁকে ফাঁকে চোখে মুখে গোলাপ জল ছেটান। এটা ত্বককে আর্দ্র এবং কোমল রাখে।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)