জেল তৈরি করতে যা লাগবে
বিশুদ্ধ অ্যালোভেরা জেল হাফ চা চামচ
জাফরানের পরাগ ৩/৪ টি
খাঁটি ক্যাস্টর ওয়েল কয়েক ফোঁটা
খাঁটি আমন্ড তেল কয়েক ফোঁটা
ভার্জিন নারিকেল তেল কয়েক ফোঁটা
• এই সমস্ত উপাদান একটি কাঁচের পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন। বিশেষ করে জাফরানকে খুব ভালো থেকে থেঁতো করে নিন।
advertisement
• এভাবে রেখে দিন আধা ঘণ্টা। জাফরান রঙ ছেড়ে মিশ্রণটি কমলা রঙের হলে বুঝবেন ব্যবহারের জন্য তৈরি।
• এই মিশ্রণটি রোজ তৈরি করে নিতে হবে। একবার তৈরি করে বারবার ব্যবহার করা যাবে না। শরীরের অন্য স্থানে কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারবেন।
ব্যবহার করবেন যে ভাবে
• মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর মুছে শুকনো করে নিন।
• এরপর এই মিশ্রণ থেকে খানিকটা নিয়ে চোখে মাসাজ করুন। চক্রাকারে মাসাজ করবেন। বাম চোখে ক্লক ওয়াইজ এবং ডান চোখে অ্যান্টি ক্লক ওয়াইজ ভাবে।
• প্রত্যেক চোখে পুরো এক মিনিট মাসাজ করুন ত্বকের মাঝে মিশে যাওয়া পর্যন্ত।
• জল দিয়ে ধোবেন না। এটা দেওয়ার পর স্কিনে আর অন্য কিছু দেবেন না।
• একবার ব্যবহারের পর থেকেই ফল পেতে শুরু করবেন।
এর সঙ্গে প্রচুর পরিমাণ জল ও টক ফল খেতে ভুলবেন না। শরীর হাইড্রেটেড না থাকলে কেবল চোখের কোলে নয়, আরও নানা স্থানে কালো দাগের জন্ম হয়। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর জাফরান ও অ্যালোভেরা জেল, ভিটামিন ই তে সমৃদ্ধ তেলগুলো অচিরেই ফিরিয়ে নিয়ে আসবে আপনার সৌন্দর্য।