TRENDING:

বাজারের ক্ষতিকর রিমুভার নয়, নখ ভাল রাখতে বাড়িতেই বানান নেল পলিশ রিমুভার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেল পলিশ লাগানো সুন্দর নখ সকলেরই ভাল লাগে৷ কিন্তু বারবার নেলপলিশ তুলতে ও লাগাতে গিয়ে অনেক সময়ই নখ খারাপ হয়ে যায়৷ যার কারণ বাজারচলতি নেলপলিশ রিমুভারে থাকা অ্যাসিটোন৷ নখ ভাল রাখতে তাই এইসব রিমুভারে ভরসা না রেখে বাড়িতেই বানিয়ে নিন অ্যাসিটোন ফ্রি নেলপলিশ রিমুভার৷
advertisement

কী কী লাগবে

অ্যাপল সিডার ভিনিগার-১/৩ কাপ

অ্যালকোহল-১/৩ কাপ

লেমন এসেনশিয়াল অয়েল-৬ ফোঁটা

গ্রেপফ্রুট এসেনশিয়াল অয়েল-৪ ফোঁটা

সুইট অরেঞ্জ এসেনশিয়াল অয়েল-৩ ফোঁটা

কীভাবে বানাবেন

প্রথমে অ্যাপল সিডার ভিনিগারের সঙ্গে সব এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন৷ সবশেষে মেশান অ্যালকোহল৷ এই মিশ্রণ বোতলে ভরে ঠান্ডা জায়গায় রাখুন৷

উপকারিতা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

অ্যাপল সিডার ভিনিগারের রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাংগাল গুণ যা নখ ও কিউটিকলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধতে দেয় না৷ গ্রেপফ্রুট, সুইট অরেঞ্জ ও লেমন অয়েল অ্যাসিডিক হওয়ার কারণে নখ থেকে নেল পলিশ তুলতে সাহায্য করে৷ আবার এইসব তেলে থাকা ভিটামিন সি নখ ভাল রাখতেও সাহায্য করে৷  লেমন অয়েলে থাকা ডি-লেমনি অ্যান্টিঅক্সিড্যান্ট নখের স্বাস্থ্য ভাল রাখে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাজারের ক্ষতিকর রিমুভার নয়, নখ ভাল রাখতে বাড়িতেই বানান নেল পলিশ রিমুভার