সম্প্রতি Netflix-এ মুক্তি পেয়েছে কৃতির ছবি মিমি (Mimi)। সেখানে এক গর্ভবতী মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তবে বাস্তব জীবনে না কি মা হওয়ার কথা ভাবলেই তিনি ভয়ে কাঠ হয়ে যান। তখন আদৌ তিনি কী করবেন সেটা জানেন না কৃতি। অভিনেত্রী বলেন যে ছবিতে সন্তানের জন্ম দেওয়ার দৃশ্যটি সব চেয়ে কঠিন ছিল তাঁর পক্ষে। দৃশ্যটি ফুটিয়ে তোলার সময় খুব নার্ভাস ছিলেন তিনি। চরিত্র ফুটিয়ে তোলার জন্য YouTube-এ সন্তানের জন্ম দেওয়ার অনেক ভিডিও দেখেছেন কৃতি।
advertisement
জাতীয় পুরষ্কার জয়ী একটি মরাঠি ছবির রিমেক হচ্ছে মিমি। মিমি ছাড়াও ভেড়িয়া (Bhediya), বচ্চন পাণ্ডে (Bachchan Pandey) আর আদিপুরুষেও (Adipurish) কাজ করছেন কৃতি। এছাড়াও কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বিপরীতে শেহজাদা (Shehzaada) ছবিতেও দেখা যাবে তাঁকে। লুকা ছুপির (Luka Chuppi) পরে এটা কার্তিক আর কৃতির দ্বিতীয় ছবি হবে।
কৃতি জানিয়েছেন যে তাঁর উজ্বল ত্বকের রহস্য লুকিয়ে আছে হোমমেড বা বাড়িতে তৈরি ফেসপ্যাকে। মনে হতেই পারে একজন নায়িকা যখন কোনও ফেসপ্যাকের কথা বলছেন তখন সেটা হয় তৈরি করা খুব জটিল হবে, নয় তো এর পিছনে বিস্তর খরচ আছে। তবে কৃতির উপর ভরসা রাখা যায়। তিনি যে প্যাকের কথা বলছেন সেটা বাড়িতে তৈরি করা খুব সোজা।
কৃতির বলে দেওয়া ম্যাজিক ফেসপ্যাক:
উপাদান-
দুই টেবিল-চামচ বেসন
এক টেবিল-চামচ ডাল
একটু হলুদ
আমন্ড বাদাম
দুই টেবিল চামচ ক্রিম বা মালাই
কী ভাবে তৈরি করতে হবে-
সমস্ত উপাদান একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নিতে হবে। তার পর এই প্যাক মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে।