১) ১ কাপ সরওয়ালা দুধে ২ টেবিল চামচ ওটমিল সেদ্ধ করুন। এরমধ্যে, ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে, ১৫ মিনিট রেখে দিন। ঠান্ডা হলে, মুখে, গলায় ও ঘাড়ে মেখে ৩০ মিনিট রাখুন। এবার হালকা গরম জলে ধুয়ে নিন।
২) তাজা টোম্যাটোর রসের সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। তুলোর বলে এই মিশ্রণ ভিজিয়ে মুখে লাগান।২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
advertisement
আরও পড়ুন-দুধ ছাড়াও ক্যালসিয়ামের প্রয়োজন মেটান এই ১০ উপায়ে
৩) ১ টেবিল চামচ গ্লিসারিন, ১টা ডিমের সাদা অংশ ও ২ টেবিল চামচ গোলাপজল একসঙ্গে ফেটিয়ে নিন। মুখ-গলা-ঘাড়ে লাগিয়ে, শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের জন্য আদর্শ।
৪) আপেলের কয়েকটি টুকরো মিক্সিতে বেটে নিন। এরমধ্যে, অল্প কাঁচা দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫) অর্ধেক কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ বেসন ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণ মুখে লাগিয়ে, ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।