TRENDING:

অবাঞ্ছিত বডি হেয়ার-এর থেকে মুক্তি পাওয়ার ৪টি ঘরোয়া পদ্ধতি

Last Updated:

আর পার্লারে ছোটাছুটি নয়! বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই অবাঞ্ছিত বডি হেয়ার-এর থেকে মুক্তি পেতে পারেন। রইল ৪টি ঘরোয়া টোটকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আর পার্লারে ছোটাছুটি নয়! বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই অবাঞ্ছিত বডি হেয়ার-এর থেকে মুক্তি পেতে পারেন। রইল ৪টি ঘরোয়া টোটকা
advertisement

১) ২ টেবিল চামচ টকদই, ২ টেবিল চামচ বেসন ও ১ চা চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগান। শুকোতে শুরু করলে, ঘষে তুলে ফেলুন। নিয়ম করে মাস কয়েক  করতে পারলে ফেশিয়াল হেয়ার থেকে বরাবরের জন্য মুক্তি পাবেন।

২) কাঁচা পেঁপেবাটার সঙ্গে অর্ধেক চা চামচ হলুদগুঁড়ো মিশিয়ে মুখে ১৫ মিনিট মাসাজ করুন। সপ্তাহে একবার করে করলে, ফল পাবেনই পাবেন

advertisement

৩) ৪ টেবিল চামচ মধুর সঙ্গে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে মাসাজ করুন (হেয়ার গ্রোথ-এর দিকে)। ১৫-২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার করতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

৪) একটি ডিমের সাদা অংশে ১ চা চমচ চিনি ও ১ চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে লোমবহুল স্থানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। সপ্তাহে দু'বার করতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অবাঞ্ছিত বডি হেয়ার-এর থেকে মুক্তি পাওয়ার ৪টি ঘরোয়া পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল