TRENDING:

Bathroom Hacks: বাথরুমের বালতিটার দিকে আর তাকানো যাচ্ছে না, নিমেষেই নতুনের মতো করুন ঘরোয়া পদ্ধাতিতে

Last Updated:

Bathroom Hacks: দেখে নেওয়া যাক সহজ উপায়ে কী ভাবে পরিষ্কার করা যায় প্লাস্টিকের বালতি, মগ! দীপাবলির আগে সারা বাড়ির সাফাইয়ের কাজ যখন চলছে, এটাই বা বাকি থাকে কেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্নানঘর পরিষ্কার করা এক ঝকমারি। আবার সেই কাজটাই সংসারের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা। স্নানঘর ও শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেমন স্বাস্থ্যের জন্য প্রয়োজন, তেমনই বাড়ির শোভনীয়তার জন্যও জরুরি। আর এই কাজটা করতে গিয়েই সমস্যায় পড়তে হয় সব থেকে বেশি। শৌচাগার, স্নানঘরের মেঝে, দেওয়াল পরিষ্কার করলেই অনেক সময়ই বালতি, মগ পরিষ্কার করতে ভুলেই যাই আমরা। দীর্ঘদিন জল ব্যবহারের ফলে প্লাস্টিকের বালতি বা মগে একধরনের অধঃক্ষেপ জমা হতে থাকে। এর ফলে তা দেখতে খুবই খারাপ লাগে। ওই বালতিতে জামা কাপড় কাচাও ঠিক নয়। আবার ওই বালতি পরিষ্কার করাও খুবই ঝামেলার কাজ।
athroom Hacks: tips to clean dirty bathroom bucket- Photo- Representative
athroom Hacks: tips to clean dirty bathroom bucket- Photo- Representative
advertisement

কিন্তু ঘরে থাকা এই কয়েকটা জিনিস দিয়েই হতে পারে মুশকিল আসান। এক নজরে দেখে নেওয়া যাক সহজ উপায়ে কী ভাবে পরিষ্কার করা যায় প্লাস্টিকের বালতি, মগ! দীপাবলির আগে সারা বাড়ির সাফাইয়ের কাজ যখন চলছে, এটাই বা বাকি থাকে কেন!

আরও পড়ুন -  দীপাবলীতে কদর কমেছে মাটির প্রদীপের! দাপট চিনা আলোর

advertisement

কফি

শুধু রূপ চর্চায় না, প্লাস্টিকের জিনিস পরিষ্কার করতেও কফি দারুন কাজ দেয়। জল রেখে রেখে হলুদ হয়ে যাওয়া বালতিতে খানিকটা কফি মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। তারপর জল দিয়ে হালকা ঘষলেই বালতি পরিষ্কার হয়ে যাবে।

গরম জল

প্লাস্টিকের বালতি মগ বা অন্য কোনও জিনিস থেকে জলের দাগ দূর করার সহজ উপায় হল গরম জল। গরম জলে ডিটারজেন্ট পাউডার গুলে নিয়ে বালতি ভিজিয়ে রাখতে হবে। এরপর কোনও ভাল স্ক্রাবার দিয়ে ঘষলেই সহজে তা পরিষ্কার হয়ে যাবে।

advertisement

ভিনিগার

সাদা ভিনিগার যে কোনও ভাবেই ময়লা পরিষ্কার করতে পারে। ফলে গরম জলের সঙ্গে ডিটারজেন্ট না মিশিয়ে ভিনিগারও মেশান যায়। সে ক্ষেত্রে গরম জলের পরিমাণ কম হতে হবে। ২ কাপ সাদা ভিনিগারে সামান্য জল মিশিয়ে একটা স্পঞ্জ দিয়ে বালতি পরিষ্কার করে নিতে হবে।

advertisement

বেকিং সোডা, লেবুর রস

ভিনিগারের মতোই কাজ করতে পারে লেবুর রস। একটি পাত্রে বেকিং সোডা আর লেবুর রস মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে তরল বাসন মাজার সাবান। কোনও স্ক্রাবার দিয়ে পাঁচ মিনিট ঘষলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে বালতি, মগ।

ব্লিচ

প্লাস্টিকের জিনিসপত্র পরিষ্কার করতে ব্লিচও ব্যবহার করা যায়। একটি পাত্রে জল নিয়ে ব্লিচ গুলে নিতে হবে। তারপর একটি কাপড় ভিজিয়ে বালতি পরিষ্কার করে ফেলতে হবে। তবে হাতে গ্লাভস পরে নিতে হবে। না হলে ত্বকের ক্ষতি হতে পারে।

advertisement

হাইড্রোজেন পারঅক্সাইড

অল্প জলে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে একটি ব্রাশের সাহায্যে বালতিতে ঘষে নিতে হবে। তাহলেই হয়ে উঠবে একেবারে নতুনের মতো!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদন নিউজ ১৮ বাংলার নিজস্ব মত নয়, এই ট্রিকসের পুরো উপযোগিতা বিশেষজ্ঞের পরামর্শ নির্ভর৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bathroom Hacks: বাথরুমের বালতিটার দিকে আর তাকানো যাচ্ছে না, নিমেষেই নতুনের মতো করুন ঘরোয়া পদ্ধাতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল