আসলে এই দিনটি একদম পছন্দ করেন বজরঙ দল ৷ তাদের মতে ভ্যালেনটাইনস ডে ভারতীয় সভ্যতার সঙ্গে যায় না ৷ ভারতীয় ঐতিহ্য বিরোধী ৷ তাই সকল প্রমিক যুগলকে এই দিনটি যাতে তারা পালন না করে সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে বজরঙ দলের তরফে ৷ দলের কর্মীদের ভ্যালেনটাইনস ডে পালনের একদম বিরোধী ৷ এবছর বজরং কর্মীরা জানিয়ে দিয়েছেন, শহরে শহরে নানা জায়গায় মোতায়েন থাকবেন তাঁরা। যে সব দোকানে ভ্যালেনটাইন্স ডে-র ফুল, কার্ড ইত্যাদি বিক্রি হয়, সে সব দোকানেও চলেছে ভাঙচুর।
advertisement
এটাই প্রথামবার নয় ৷ এর আগের বছরও সরব হয় দলটি। এমনকী বেশ কেয়কজন প্রমিক যুগলকে এই দিনটি উদযাপন করার জন্য হেনস্থাও করেন দলের কর্মীরা ৷ তবে এবছরের হুমকিটা কিন্তু অন্যরকম ৷ জানানো হয়েছে, পার্ক বা শপিং মল যে কোনও জায়গায় প্রেম করছে এই অবস্থায় হাতেনাতে ধরতে পারলে, যুগলের মা-বাবার সামনেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে।
দলের এক কর্মী জানিয়েছে, প্রেম দিবস উদযাপনের নামে অনেক প্রেমিক যুগল এমন কিছু কুকর্ম করে থাকে যা আমাদের সংস্কার বিরোধী ৷ বিদেশের প্রভাব যাতে এদেশের যুব সমাজের উপর খারাপ প্রভাব না ফেলে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷