TRENDING:

Bahubali Paratha Challenge: ৩২ ইঞ্চির ‘বাহুবলী’ পরোটার দাম ৮০০ টাকা! ১ ঘণ্টায় ২ টো খেতে পারলেই নগদ পুরস্কার ১ লক্ষ!

Last Updated:

Bahubali Paratha Challenge: তাঁরা তৈরি করেছেন ৩২ ইঞ্চি ব্যাসের পরোটা৷ বিশালাকায় এই পরোটা পুরোটা খেতে হবে ১ ঘণ্টায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতে বঙ্গজীবনের ঘরে ঘরে পরোটাবিলাস৷ প্রাতরাশ, দুপুরের খাবার থেকে নৈশভোজ-দিনের যে কোনও সময়েই পরোটা খাওয়া যায়৷ সেই পরোটাই এ বার দেখা দিল চ্যালেঞ্জ হয়ে৷ জয়পুরের এক দোকান এই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে৷ তাঁরা তৈরি করেছেন ৩২ ইঞ্চি ব্যাসের পরোটা৷ বিশালাকায় এই পরোটা পুরোটা খেতে হবে ১ ঘণ্টায়৷
জয়পুরের এক দোকান এই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে
জয়পুরের এক দোকান এই অভিনব অফার নিয়ে হাজির হয়েছে
advertisement

যে দোকান এই অভিনব অফার নিয়ে এসেছে, সেটির নাম জয়পুর পরোটা জংশন৷ শহরের মানসরোবর রোডের বিজয় পথ এলাকার এই দোকান ১৮ ইঞ্চি ব্যাসের পরোটাও পরিবেশন করে৷ মোট ৭৪ রকমের পরোটা থাকলেও চ্যালেঞ্জ অফার রয়েছে শুধু ৩২ ইঞ্চির জন্যই৷

‘বাহুবলী’ নামে পরিচিত এই পরোটা খাওয়া যায় রায়তা, আচার এবং সবজি দিয়ে৷ ৮ জন পূর্ণবয়স্ক দিব্যি পেটভরে খেতে পারেন এই পরোটা৷ যদি ১ জন ২ টি বিশালাকায় এই পরোটা ১ ঘণ্টায় খেতে পারেন, তাহলে তিনি নগদ ১ লক্ষ টাকা পাবেন৷ সেইসঙ্গে এই দোকানে জীবনভর বিনামূল্যে পরোটা খাওয়ার সুযোগ থাকছে তাঁর জন্য৷

advertisement

আরও পড়ুন : কা‍ঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

টাকার লোভে অনেকেই বাহুবলী পরোটা খেতে শুরু করেছিলেন৷ কিন্তু মাঝপথেই রণে ভঙ্গ দিয়েছেন৷ রেস্তরাঁর প্রধান রন্ধনশিল্পী সত্যেন্দ্র সিং জানিয়েছেন, ‘‘৩২ ইঞ্চির এই বিশাল পরোটা তৈরি করতে প্রচুর মেহনত করতে হয়৷ ৫ ফুটের চাটুতে ৫০ কেজির বেশি মাখা পরোটার লেচিতে তৈরি হয় পরোটা৷ যে বেলন দিয়ে রুটি বেলা হয়, তার দৈর্ঘ্য ৪০ ইঞ্চি৷’’ ২ জন কারিগর ২০ রকমের উপকরণে তৈরি করেন এই পরোটা৷ নামানোর আগে দু’দিকে মাখানো হয় মাখন৷ ছোট ছোট টুকরোয় কেটে পরিবেশন করা হয়৷ দাম পড়ে ৮০০ টাকা৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bahubali Paratha Challenge: ৩২ ইঞ্চির ‘বাহুবলী’ পরোটার দাম ৮০০ টাকা! ১ ঘণ্টায় ২ টো খেতে পারলেই নগদ পুরস্কার ১ লক্ষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল