Viral Food: চিকেন পরোটা খেয়েছেন? মাত্র ৫০ টাকা প্লেট! সঙ্গে ঘুগনি-রায়তা! জানুন ঠিকানা
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Viral Food: আলুর পরোটা তো অনেক হল! এই চিকেন পরোটা একবার খেলে বার বার খেতে চাইবেন!
শিলিগুড়ি : আলু পরোটা, ফুলকপির পরোটা তো অনেক খেয়েছেন। কিন্তু মাংসের পরোটা খেয়েছেন কি? শিলিগুড়ি বিখ্যাত চিকেন পরোটা পাওয়া যায় শুধুমাত্র এই দোকানে। দোকানের নাম শিলিগুড়ি ফেমাস চিকেন পরোটা। খেতে অসাধারণ এই চিকেন পরোটা। শিলিগুড়ির স্বামীজি মোড়ের এই দোকানে এখন ভিড় সামলানো দায়। চিকেন পরোটা সঙ্গে ঘুগনি এবং রায়তা। না খেলে বড্ড মিস করবেন। দাম মাত্র ৫০ টাকা। এছাড়াও এই দোকানে পাওয়া যায় আলুর পরোটা।
প্রসঙ্গত, শিবেন বর্মন মূলত জলপাইগুড়ির বাসিন্দা। শিলিগুড়ি এসেছিলেন বহু বছর আগে। নিজের কিছু একটা করার ইচ্ছে ছিল প্রবল। যেহেতু রান্না করতে বরাবরই তার ভাল লাগে তাই খুলে ফেলেন এই দোকান। আলুর পরোটা বিক্রি করেই শুরু। তারপর ধীরে ধীরে নতুন কিছু করার তাগিদে এই চিকেন পরোটার দোকান খুলে ফেলেন তিনি। এখন দেদার বিক্রি হচ্ছে তার দোকানে। সকাল ৯ টায় দোকান খোলার পর থেকেই ভিড় হতে শুরু করে দেয় দোকানে। দিনে প্রায় ২০০ পরোটা বিক্রি করেন তিনি।
advertisement
advertisement
শিবেন জানিয়েছেন, ” আমার বরাবরই নতুন কিছু করার ইচ্ছে ছিল। সেই থেকেই এমন ভাবনা। চিকেন পরোটা লোকে ভীষণ পছন্দ করেছেন। এত চাহিদা বেশি যে লোকের ভিড় সামলানো দায়। মাত্র ৬ মাস হয়েছে আমি দোকান খুলেছি,তাতেই ভীষণ সাড়া পেয়েছি। আশা করছি আরও ভাল ব্যবসা হবে।” চিকেন পরোটা খেতে আসা অর্জুন রায় জানিয়েছেন, অসাধারণ খেতে এই চিকেন পরোটা। সঙ্গে আবার ঘুগনি , রায়তা দিয়ে পরিবেশন করা হয়। কেউ একবার খেলে বারবার আসতে চাইবেন এখানে।”
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 01, 2023 10:25 PM IST






