Royal Bengal Tiger in Sikkim: কাঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Royal Bengal Tiger in Sikkim: কাঞ্চনজঙ্ঘার পাশে তুষারাবৃত ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে সিকিমের পাংগোলোখা অভয়ারণ্যে দেখা পাওয়া গিয়েছিল এই বাঘের
ধরা পড়েছিল ক্যামেরার লেন্সে বছরখানেক আগে। এত দিনে তুষাররাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি প্রকাশ্যে আনল বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স (পূর্বতন ট্যুইটার)-এ তারা শেয়ার করেছে সেই ছবি। কাঞ্চনজঙ্ঘার পাশে তুষারাবৃত ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে সিকিমের পাংগোলোখা অভয়ারণ্যে দেখা পাওয়া গিয়েছিল এই বাঘের। ছবিটি দেখে বোঝা যাচ্ছে রাতের অন্ধকারে বেরিয়েছে হিংস্র শ্বাপদ।
গত ২৫ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে ছবিটি। বম্বে ন্যাচরাল হিস্ট্রি সোসাইটির বিজ্ঞানীরা সমীক্ষা চালাচ্ছেন হিমালয়ের কোলে। কেন্দ্রীয় সরকার, সিকিমের রাজ্য সরকার এবং একাধিক সরকারি স্তরে তথ্য পরীক্ষার পর চলতি সপ্তাহে ৬ ডিসেম্বর, বুধবার ছবিটি প্রকাশ্যে আনা হয়েছে।
BNHS scientists @athrvasingh and @ItsHimadri conducted a camera trap survey and recorded the highest-ever presence of our national animal Tiger at 3640 m asl.
BNHS in partnership with Sikkim State Forest Department continues to monitor and conserve the sensitive habitats with… pic.twitter.com/k6u3uncwoM
— Bombay Natural History Society (@BNHSIndia) December 6, 2023
advertisement
advertisement
পূর্ব সিকিম জেলায় ১২৮ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত পাংগোলোখা অভয়ারণ্য সে রাজ্যের সবথেকে বড় অভয়ারণ্য। ২০১৯ সালেও এখানে ৯৫৮৪ ফুট উচ্চতায় দেখা গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। সিকিমের পাংগোলোখা অভয়ারণ্যের সঙ্গে সংযুক্ত ভুটানের জঙ্গল এবং বাংলার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান।
আরও পড়ুন : শীতে রসুন তো খান! কোলেস্টেরল, শরীরের মেদকে বিদায় জানিয়ে বেশিদিন বাঁচতে খান রসুনশাকও
view commentsএর আগে অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় ৩৬৩০ মিটার উচ্চতায় এবং ভুটানে ৪৪০০ মিটার উচ্চতায় বাঘের দেখা মিলেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 09, 2023 9:21 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Royal Bengal Tiger in Sikkim: কাঞ্চনজঙ্ঘার পাশে বরফে ঢাকা ১২ হাজার ফুট উঁচু পাহাড়ে রয়্যাল বেঙ্গল টাইগার