আরও পড়ুন: এ কী কাণ্ড! নর্দমার নোংরা জলেই দিব্যি ধোওয়া হচ্ছে ধনেপাতা! ভিডিও ভাইরাল হতেই তুলকালাম...
এ হেন সহদেবের সম্প্রতি আরও একটি নতুন ভিডিও সামনে এসেছে, যাতে সহদেবকে বচপন কা পেয়ার গানটি (Bachpan ka Pyaar boy| Viral Video) খুব স্টাইলিশ ভাবে র্যাপের(Viral Song) মতো করে গাইতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হতে শুরু করেছে। ইন্টারনেট সেনসেশন সহদেব দির্দো এখন মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিছু সময় আগেও বচপন কা পেয়ার গানটি গেয়ে সহদেব একই ভাবে সকলের মন জয় করে নিয়েছিল এবং তার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।
advertisement
আরও পড়ুন: তীক্ষ্ণ চিৎকার! প্রেমিককে ঘিরে তিন যুবতীর খণ্ডযুদ্ধ মাঝরাস্তায়, নিমেষে ভাইরাল ভিডিও...
এখন সহদেবের একটি নতুন ভিডিও (Viral Song) সামনে এসেছে, যাতে তাকে বচপন কা পেয়ার গানটি খুব স্টাইলিশ ভাবে গাইতে দেখা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেই ভাইরাল (Bachpan ka Pyaar boy| Viral Video) হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে সহদেব বেশ সুন্দর একটি লোকেশনে ঝর্নার ধারে দাঁড়িয়ে বচপন কা পেয়ার গানটি গাইছে, তার সঙ্গে পারফর্মও করছে। কাজেই এ বারের ভিডিওতে উপরি পাওনা সহদেবের ডান্স। ছত্তিসগঢ় নিবাসী ছোট্ট সহদেব দির্দোর গাওয়া গান এই বছরের শুরুর দিকেই প্রথম সকলে নজরে আসে। ২০১৯ সালে কমলেশ বারোতের (Kamlesh Barot) গাওয়া বচপন কা পেয়ার গানের সঙ্গে গলা মিলিয়ে সহদেব নিজের মতো করে গানটি গেয়েছিল। সহদেবের নিজস্ব স্টাইলে গাওয়া গানটি ক্রমশই লোকের মুখে মুখে ফিরতে থাকে।
এখন সহদেব তার Instagram-এ একটি ছোট ক্লিপ পোস্ট করেছে, যাতে তাকে বচপন কা পেয়ার গানটি গাইতে এবং পুরো দমে নাচতে দেখা যাচ্ছে। ভিডিওতে, সহদেব একটি টি-শার্ট এবং শর্টস পরে বচপন কা পেয়ার গেয়েছে এবং গানের তালে দুর্দান্ত কিছু নাচের স্টেপও তুলে ধরেছে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। মানুষও সহদেবের এই ভিডিও লাইক করছে এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। এক Instagram ব্যবহারকারী কমেন্টে বলেছেন যে, তিনি সহদেবের গানের বেশ ভক্ত। আরেক জন আবার সহদেবকে পূর্ণ সমর্থন জানিয়ে তার পাশে থাকারও কথা বলেছেন।