TRENDING:

ব্রণ কিন্তু শিশুদেরও হয়, জেনে নিন এর লক্ষণ এবং কারণ

Last Updated:

শিশুদের ব্রণ নিজে থেকেই পরিষ্কার হয়ে যায় তবে যদি সেখানে জ্বালা বা লালভাব বেশি হয় থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার । baby acne symptoms and causes

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের কাছে ব্রণ নামটি খুবই পরিচিত। বেশিরভাগ  ক্ষেত্রেই দেখা যায় তরুণ কিশোর কিশোরীরা ব্রণতে ভুগছে।  কিন্তু শিশুদের মধ্যেও এই ধরণের লক্ষণ দেখা যায়। অনেক অভিভাবকরাই এটা শুনে অবাক হতে পারেন তবে নবজাতকদেরও এই সমস্যা হতে পারে। তাই এই ব্যাপারে কিছু জিনিস জেনে রাখা দরকার। নবজাতকদের মধ্যে ব্রণকে নিওনেটাল সেফালিক পুস্টুলোসিস বলা হয়ে থাকে। কি কারণে শিশুদের মধ্যে ব্রণ দেখা যায় তা জানা যায়নি কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা সম্ভবত কোনো ইনফেকশন কিংবা ব্যাক্টেরিয়া মাধ্যমে আসে। এগুলো সাধারণত গালে বা হাতে লাল দাগের মতো হয় কিন্তু পুঁজ হয়না।  বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে যায়। তবে যদি সেখানে জ্বালা বা লালভাব বেশি হয় থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার ।
advertisement

আপনার শিশুর মধ্যে এমন সমস্যা দেখা দিলে তাতে ভয় পাবেন না।  মূলত ২ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে এই ধরণের ব্রণর লক্ষণ দেখা দিতে পারে , কিছু ক্ষেত্রে এই সমস্যাটি ৫বছর অবধি চলতে পারে।  পাঁচজনের মধ্যে একজন শিশুর এই সমস্যা হতে পারে। এটা ঠিকই যে এই ধরণের ব্রণগুলি ক্ষতিকারক না।  কিন্তু বেশি বাড়াবাড়ি হলে অবহেলা না করে শীঘ্র ডাক্তারের সঙ্গে যোগাযোগ করায় ভালো।

advertisement

লাল ফুসকুড়ি:

শিশুদের ত্বকে ব্রণ দেখা দিলে তা লাল দাগের মতো বা লাল ফুসকুড়ির মতো হয় , তবে পুঁজ থাকেনা। শিশুদের ত্বক এমনিতেই খুব কোমল,নরম এবং সেনসিটিভ হয়।  তাই এদের আক্রান্ত হওয়ার রিস্কও অনেক বেশি থাকে।

রেড চিক্স :

এই ক্ষেত্রে শিশুদের গালের রং লাল হয়ে যেতে পারে। এর বাম্প না থাকলেও ব্রণর জায়গাগুলো বেশ লাল দেখায়।

advertisement

অ্যালার্জিক রিঅ্যাকশন :

ব্রণ বিভিন্ন কারণে হতে পারে।  অনেক সময় শিশুর জন্য নতুন কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে যদি তা সুট না করে তাহলে শিশুদের এলার্জিক রিঅ্যাকশন হতে পারে। এলার্জির কারণে শিশুর উরুতে বা আন্ডারআর্মে ফুসকুড়ি বা চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে ।

নবজাতকদের মধ্যে এই ধরণের সমস্যা ব্যাকটেরিয়া বা ইনফেকশনের জন্য হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

advertisement

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ব্রণ কিন্তু শিশুদেরও হয়, জেনে নিন এর লক্ষণ এবং কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল