কিন্তু না! খারাপ সময় এত তাড়াতাড়ি কাটবে না! ২০২২-ও বিভীষিকাময়! অন্তত এমনটাই ভবিষ্যৎবাণী ভাঙ্গেলিয়া পান্দেভা গুস্তেরভো-র (Vangeliya Pandeva Gushterova)। গোটা বিশ্বে তিনি পরিচিত বাবা ভাঙ্গা (Baba Vanga) নামে। এযাবৎকালে বহু ঘটনার ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা এবং তা মিলেও গিয়েছে (Baba Vabga Future Prediction)!
advertisement
আরও পড়ুন:হেঁচকিতে জেরবার? দেখে নিন দ্রুত যে কাজগুলি করলে ম্যাজিকের মতো মিটবে সমস্যা
বুলগেরিয়া বাসিন্দা বাবা ভাঙ্গা (Baba Vanga) জন্ম থেকেই অন্ধ। বলা হয়, তিনি মনের চোখে দেখতে পান আগামীতে কী ঘটতে চলেছে এবং তা নাকি মিলেও যায়! ২০২২-এ কী কী ঘটতে চলেছে, তাও ইতিমধ্যে বলে দিয়েছেন বাবা ভাঙ্গা! তাঁর ভবিষ্যৎবাণী, ২০২২-এ এশিয়ার বহু দেশে আছড়ে পড়বে বিধ্বংসী বন্যা! ২০০৪ সালে সুনামির কথা আগাম জানিয়েছিলেন বৃদ্ধ! তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, বিশাল-বিশাল ঢেউ আছড়ে পড়বে সমুদ্রতটে, বহু মানুষের মৃত্যু হবে সেই প্লাবনে! সেই কথা মিলেও যায় অক্ষরে অক্ষরে!
বাবা ভাঙ্গা বলেছেন আগামী বছরে সাইবেরিয়াতে এক ভাইরাসের খোঁজ পাবেন বিজ্ঞানীরা। এতদিন পর্যন্ত ভাইরাসটি বরফে জমে ছিল, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে এই প্রাণঘাতী ভাইরাস এবার জেগে উঠবে এবং গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে! ক্রমে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে!
বাবা ভাঙ্গা (Baba Vanga) এও ভবিষ্যদ্বাণী করেছেন , ২০২২-এ বহু দেশে জলসংকট দেখা দিতে পারে। পাশাপাশি এলিয়েন বা ভিনগ্রহীরা ‘Oumuamua’ নামে একটি অ্যাসটেরয়েড পৃথিবীতে পাঠাবে। আগামী বছর ফের পঙ্গপালের আক্রমণেরও ভবিষ্যদ্বাণী করেছেন বৃদ্ধ। যা ক্ষেতের ফসলকে নষ্ট করে দেবে, ফলে দেশের খাদ্যভাণ্ডারে টান পড়তে পারে, বাড়তে পারে খাদ্য সামগ্রীর দামও। ভবিষ্যদ্বাণী এও বলেছেন, আগামী বছর মানুষের বেশিরভাগ সময়টাই কাটবে স্ক্রিনের সামনে! স্ক্রিন অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিন। কাজেই বাবা-র কথা মিললে, আগামী বছরও মানুষের ওয়ার্ক ফ্রম হোম চলবে! অর্থাৎ ভাইরাসের বাড়বাড়ন্ত কমছে না!
