TRENDING:

গরমে ঠান্ডা থাকতে দূরে থাকুন আইস ক্রিম, সফট ড্রিঙ্ক থেকে

Last Updated:

হাই ক্যালোরি আইস ক্রিম শরীর গরম করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরম কাল মানেই যেন চুটিয়ে আইস ক্রিম খাওয়ার সময়৷ ঠান্ডা আইস ক্রিমে কামড় দিলেই যেন শরীর স্বস্তি মেলে৷ আবার তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হলে ঠান্ডা সফট ড্রিঙ্কেই মনে হয় আরাম মিলবে৷ বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল৷ বিষয়টা হয় ঠিক উল্টোটা৷
advertisement

আইস ক্রিমে চিনির পরিমাণ খুব বেশি থাকে৷ তাই হাই ক্যালোরি আইস ক্রিম শরীর গরম করে৷ আবার দুধ, চকোলেট থাকায় ফ্যাট, কার্বোহাইড্রেটের পরিমাণও খুব বেশি থাকে৷ পৌষ্টিকনালী উত্তপ্ত করে তোলে৷

আরও পড়ুন:  ঠান্ডা নয়, গরমে স্বস্তি পেতে খান গরম খাবার

একই ভাবে সফট ড্রিঙ্কের ক্যালোরির পরিমাণ খুব বেশি৷ যা পান করার সঙ্গে সঙ্গে শরীরের মেটাবলিজম রেট বেড়ে যায়৷ ফলে শরীরের ভিতরের তাপমাত্রা বাড়তে শুরু করে ও আরও গরম হয়ে ওঠে শরীর৷ তাই যতই গরম লাগুক আর গলা শুকিয়ে যাক সফট ড্রিঙ্ক নয়, জল খান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার প্রাচীন গৌড়ে সুলতানি আমলের সরাইখানার আজ মলিন মিনার, সাক্ষী বহু ইতিহাসের
আরও দেখুন

তাই আইস ক্রিম বা সফট ড্রিঙ্ক সাময়িক ভাবে শরীর ঠান্ডা করছে মনে হলেও হয় ঠিক বিপরীত৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গরমে ঠান্ডা থাকতে দূরে থাকুন আইস ক্রিম, সফট ড্রিঙ্ক থেকে