TRENDING:

Ashadha Amavasya 2023: রবিবার আষাঢ় অমাবস্যা, এই তিথিতে পুণ্য অর্জনের জন্য কী কী করবেন, কী করবেন না, জানুন

Last Updated:

Ashadha Amavasya 2023: এ বার আষাঢ় মাসের শুরুতেই পড়েছে অমাবস্যা তিথি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রাচীন রীতি ও প্রচলিত মত অনুযায়ী আষাঢ় মাসের অমাবস্যা তিথি বা আষাঢ় অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এ বার আষাঢ় মাসের শুরুতেই পড়েছে অমাবস্যা তিথি। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর আষাঢ় অমাবস্যা তিথি শুরু হবে শনিবার, ১৭ জুন সকাল ৯ টা ১৩ মিনিটে। এই পুণ্য তিথি থাকবে ১৮ জুন রবিবার সকাল ১০ টা ৮ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত।
advertisement

জেনে নিন এই তিথিতে কোন কোন কাজ করলে পুণ্য অর্জন হবে।

# অশ্বত্থ গাছের নীচে ঘি বা সর্ষের তেলের প্রদীপ রেখে মন্ত্রোচ্চারণ ও পুজোপাঠ করলে বিঘ্ননাশ হয়। অনেকে অশ্বত্থ গাছকে প্রদক্ষিণও করেন।

# এই তিথিতে পবিত্র নদীতে স্নানের পর দানধ্যান করার রীতি দীর্ঘ দিন ধরে প্রচলিত। স্নানের জন্য শুভ সময় হল ভোর ৪.০৩ মিনিট থেকে ভোর ৪.৪৩ মিনিট।

advertisement

# পিতৃতর্পণের জন্য এই পুণ্যতিথি আদর্শ।

# এই তিথিতে তিল তর্পণ এবং অন্নদান করলে ইচ্ছে পূর্ণ হয়।

# পুণ্যার্থীরা এই তিথিতে উপবাসও করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই তিথিতে কিছু কিছু কাজ পালন করা নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্রে অমাবস্যাকে বলা হয় ‘রিক্ত তিথি’। তাই বিবাহ, গৃহপ্রবেশ, নতুন সম্পত্তি বা বাহন ক্রয়ের মতো শুভ কাজ এই তিথিতে নিষিদ্ধ।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ashadha Amavasya 2023: রবিবার আষাঢ় অমাবস্যা, এই তিথিতে পুণ্য অর্জনের জন্য কী কী করবেন, কী করবেন না, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল