আরও পড়ুন- মেয়েদের ক্ষমতাকে মান্যতা না দিলে কোনও উন্নতি হবে না দেশের: প্রধানমন্ত্রী মোদি
সম্ভবত ফ্রান্সে ১৫৮২ সালের দিকে শুরু হয়েছিল এপ্রিল ফুল দিবস (April Fools' Day 2022) উদযাপন। তখনই কাউন্সিল অফ ট্রেন্ট জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে পরিবর্তন শুরু করে। ক্যালেন্ডারের পুরোনো সংস্করণে, বছর শুরু হত ১ এপ্রিলের কাছাকাছি। তাই, যখন ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছিল, কিছুজন মার্চের শেষ সপ্তাহ থেকে ১ এপ্রিল পর্যন্ত নতুন বছর উদযাপন করতে থাকে। পুরনো নিয়মে অভ্যস্তদের নিয়ে ঠাট্টা করতেই নাকি এই দিনটি পালন হয়েছিল প্রথম। আর এভাবেই মানুষ এপ্রিল ফুল দিবস (April Fools' Day 2022) পালন শুরু করে।
advertisement
অনেকে আবার এই দিনটির সূচনা খুঁজে পায় প্রাচীন রোমের একটি উত্সবে। উৎসবের নাম ছিল হিলারিয়া (ল্যাটিন ভাষায় আনন্দ)। মানুষ ছদ্মবেশে নানান আজব পোশাক পরে সহ নাগরিকদের নিয়ে ঠাট্টা করে এই দিনটিকে (April Fools' Day 2022) পালন করত।
আরও পড়ুন- ফারুখাবাদের নাম বদলে হোক পাঞ্চালনগর, যোগীকে চিঠিতে নামবদলের আর্জি বিজেপি সাংসদের
মিশরের পৌরাণিক কাহিনির সঙ্গেও এপ্রিল ফুল দিবসের একটি সম্পর্ক রয়েছে। তবে দিনটির উৎপত্তি যাই হোক না কেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের হাসিয়ে চলেছে এই দিনটি। বসন্ত বিষুবের খুব কাছাকাছিই পড়ে এই দিনটি। উত্তর গোলার্ধে গ্রীষ্মকে স্বাগত জানানোর সময়টিকেও উদযাপন করা হয় আনন্দের মেজাজে।
এই দিনে রসিকতা এবং কৌতুক পছন্দ করেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। টেলিভিশন শো এবং বিভিন্ন স্ট্যান্ড আপ কমেডি শো এই দিনটিকে আরও জমজমাট করে তোলে।