TRENDING:

Apple Gardening Tips: কাশ্মীরি আপেল এবার বাংলায়? সহজেই করুন আপেল চাষ, শুধু জানুন সঠিক পদ্ধতি, আপেলে ছেয়ে যাবে ছাদ

Last Updated:

Apple Gardening Tips: পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন লাল টুকটুকে আপেল। বসিরহাটের বিবিপুরের গৃহশিক্ষক কামাল হোসেন ঘরের ছাদে ফলের বাগান তৈরি করেছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: গরমের মরশুমে কাশ্মীরের আপেল এবার বসিরহাটে। ছাদ বাগানে কিংবা ব্যালকনিতেও আপেল চাষ সম্ভব। স্বাদে এবং আকর্ষনীয় রঙে বিখ্যাত কাশ্মীরি আপেল। তবে মানুষের সখের যে শেষ নেই। সখের বসেই সেই কাশ্মীরের বিখ্যাত আপেল বাংলা ও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে। এবার চাইলে আপনিও ছাদ বাগান কিংবা ব্যালকনিতে আপেল গাছ রাখতে পারেন। এমন আপেল চাষ করার স্বপ্ন কম বেশি অনেকেরই আছে।
advertisement

আপেল বলতেই চোখের সামনে ভেসে ওঠে শীত প্রধান অঞ্চলের কথা। সেখানে একটু ব্যতিক্রমী আবহাওয়ায় আপেল চাষ শ্রমসাধ্য। কিন্তু অসম্ভব নয়। পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে আপনার ছাদ বাগানে চাষ করতে পারেন লাল টুকটুকে আপেল। বসিরহাটের বিবিপুরের গৃহশিক্ষক কামাল হোসেন ঘরের ছাদে ফলের বাগান তৈরি করেছেন। সেখানেই হরেকরকমের ফুল ও ফল গাছের সম্ভাহারে স্থান দেওয়া হয়েছে আপেলের।

advertisement

হরিমন ৯৯ প্রজাতির আপেল যা গ্রীস্মের ঋতুতেও ফলন সম্ভব। আপনি চাইলে বাড়িতেই এই গাছ রোপন করতে পারেন। অনেক সময় বাজার থেকে কিনে আনা আপেলের চারা ভাল হয় না। যদি ভাল জাতের চারা হয় সেক্ষেত্রে ফলন ভাল হয়। ছাদ বাগানে আপেল চাষের ক্ষেত্রে প্রথমে বেছে নেবেন ২০ ইঞ্চির একটি বড় টব। আপেল চাষের জন্য মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

প্রথমে বালি, মাটি, নিমখোল, জৈব সার আর কোকোপিট ভাল ভাবে মিশিয়ে মাটি প্রস্তুত করবেন। তবে এমন ভাবে মাটি রাখবেন যাতে জল নিকাশের উপযুক্ত ব্যবস্থা থাকে। কারণ গাছের গোড়ায় জল জমে গাছ নষ্ট হয়ে যাবে। আপনি সরাসরি বাজার থেকে চারা কিনে এনে টবে রোপন করতে কিংবা নিজেই বাড়িতে আপেলের চারা তৈরি করতে পারেন, তাও আবার খুব সহজ উপায়ে।

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Apple Gardening Tips: কাশ্মীরি আপেল এবার বাংলায়? সহজেই করুন আপেল চাষ, শুধু জানুন সঠিক পদ্ধতি, আপেলে ছেয়ে যাবে ছাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল