TRENDING:

Alternatives To Tomatoes: টমেটোর দাম আকাশছোঁয়া, রান্নায় ব্যবহার করুন এই উপাদান, স্বাদ হবে হুবহু টমেটোর মতোই

Last Updated:

টমেটোর দাম আকাশছোঁয়া! রান্নায় ব্যবহার করুন এই উপাদানগুলো, কেউ বুঝতেই পারবে না, টমেটো ব্যবহার করেননি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকাল মধ্যবিত্তদের নাভিশ্বাস তুলে দিচ্ছে টমেটো। দাম প্রচুর বেড়ে গিয়েছে হালকা টক স্বাদের লাল রঙের এই সবজির। তাই মানুষ রান্নায় টমেটো ব্যবহার করছে না। তার পরিবর্তে অন্য বিকল্প খুঁজছে তারা। টমেটো আসলে তরকারি কিংবা মাছ-মাংসের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। শুধু তা-ই নয়, ঝোলের রঙ এবং টেক্সচার সুন্দর করতেও সাহায্য করে টমেটো। এছাড়া স্যালাড কিংবা অমলেট, কিংবা চাটের মতো মুখরোচক খাবারেও টমেটোর অবাধ গতিবিধি। ফলে টমেটোর মূল্য বৃদ্ধিতে প্রমাদ গুনছে সাধারণ মানুষ। আজ কথা বলা যাক, টমেটোর বিকল্প নিয়ে। অর্থাৎ টমেটোর বদলে এই সব উপকরণ ব্যবহার করলে স্বাদের ঘাটতি তো হবেই না, সেই সঙ্গে পকেটেও চাপ পড়বে না।
advertisement

আসলে টমেটোর মূল্য যাচ্ছে কেজি প্রতি ১৫০ টাকা। তার পরিবর্তে যদি কাঁচা আম, লেবু, তেঁতুল, আমচুর ইত্যাদি ব্যবহার করলে বেশ সাশ্রয় হবে। কারণ এর দাম বেশ কম। সেই সঙ্গে খাবারে স্বাদ ও গন্ধও বাড়াতে পারে।

কিন্তু কীভাবে ব্যবহার করা যাবে এই সব উপকরণ? অনেকেই করলা দিয়ে তৈরি তরকারি খান। অবশ্যই সেক্ষেত্রে করলার তেতো ভাবটা কাটিয়ে নেওয়া হয়। সেই সবজিতে স্বল্প তেঁতুল যোগ করলে তার স্বাদ হবে স্বর্গীয়। আবার আলুর তরকারিতেও তেঁতুল কিংবা আমচুর ব্যবহার করলে সেই তরকারির স্বাদ বাড়তে বাধ্য। সবজির মধ্যে হালকা টক স্বাদ আনার জন্য কাঁচা আমও ব্যবহার করা যেতে পারে। আবার কিছু তরকারিতে দই যোগ করলেও স্বাদ বাড়ে। মাংসের ঝোলে টম্যাটোর পরিবর্তে টক দই ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন ঝোল এবং তরকারি এই উপকরণগুলি ব্যবহার করলে টমেটোর অভাববোধ হবে না। তবে টক দই গ্রেভিতে মেশানোর আগে ভাল করে ফেটিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নিয়ে তবেই তা যোগ করা উচিত।

advertisement

এখানেই শেষ নয়, ঘুগনির মতো খাবারে তেঁতুলও ব্যবহার করলে তো কথাই নেই। এমনকী ডাল কিংবা তরকারিতে স্বল্প তেঁতুলের ক্বাথ মেশালে একটা দারুন স্বাদ আসবে। শুধু তেঁতুল নয়, টমেটোর বিকল্প হতে পারে লেবুও। সবজি থেকে শুরু করে স্যালাড – এই সব কিছুতেই লেবু একটা মুখরোচক লোভনীয় স্বাদ এনে দিতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Alternatives To Tomatoes: টমেটোর দাম আকাশছোঁয়া, রান্নায় ব্যবহার করুন এই উপাদান, স্বাদ হবে হুবহু টমেটোর মতোই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল