ত্রিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে বর এলেন বিয়ে করতে। তাও আবার মোষের গাড়ি চেপে। সাজানো হয় মোষের গাড়িটিকে ফুল দিয়ে।রাজবংশী সম্প্রদায় কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখতে ও বাবার স্বপ্ন পূরণ করলেন ওই যুবক। বরবেশে থাকা বিক্রম রায় ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত। রাজবংশী সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটুক সকলের, চাইছেন তিনিও। আলিপুরদুয়ার জেলার খোয়ারডাঙ্গা থেকে শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকায় নয়টি মোষের গাড়িতে চেপে বর ও বরযাত্রীরা এসে পৌঁছলেন কনের বাড়িতে।
advertisement
এই বরযাত্রী দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা।প্রায় ৩০ কিলোমিটার রাস্তা মোষের গাড়িতে আসতে সময় লেগেছে চার ঘণ্টা। এদিকে পুরনো প্রথায় মোষের গাড়িকে সাজিয়ে বিয়ে করতে যাওয়ার খবর পাওয়ার পরেই রাস্তায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ছিলেন আমজনতা। পনেরশো টাকা প্রতি গাড়ি ভাড়া করে তারা বক্সার জঙ্গল লাগোয়া হাতির করিডোরে বালাবাড়ি এলাকায় এসে পৌঁছন। বরযাত্রীর সংখ্যা নেহাত কম ছিল না। বর বিক্রম রায়ের বাবা রঞ্জিত রায় জানিয়েছেন, ” অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ হল। সংস্কৃতিকে বাঁচাতে পেরেছি আমরা। “