TRENDING:

Air Meat: প্রাণিহত্যা নয়, এ বার মাংস পাওয়া যাবে বাতাস থেকেই!

Last Updated:

Air Meat: শুনে চমকে গেলেন? কিন্তু এটাই সত্যি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাতাস থেকে মাংস (Air Meat)! শুনে চমকে গেলেন? কিন্তু এটাই সত্যি৷ গবেষকদের দাবি, মাংসের নিরামিষ অবতার হাজির৷ বাতাসে উপস্থিত প্রোটিন থেকেই নাকি এই আবিষ্কার সম্ভব৷
advertisement

কল্পবিজ্ঞানের মতো মনে হলেও গবেষকদের দাবি সত্যি হলে এটা যুগান্তকারী আবিষ্কার হতে চলেছে৷ ‘এয়ার প্রোটিন’ (Air Protein) নামে এক স্টার্ট আপ অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাতাস থেকে মাংস তৈরির অসাধ্যসাধন করেছে৷

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ডক্টর লিজা ডায়াসন একজন পুরস্কারজয়ী পদার্থবিদ৷ প্রাণিজ মাংসের বিকল্প খুঁজে পেতে তিনি সাহায্য করেছেন এই আবিষ্কারে৷ বাতাস থেকে প্রোটিন সংশ্লেষ করে তাকে মূল উপকরণ হিসেবে কাজে লাগানো হয়েছে এই পরিকল্পনায়৷ কিছু মাইক্রোবস ব্যবহার করে কার্বনডাইঅক্সাইডকে রূপান্তরিত করা হয়েছে অ্যামিনো অ্যাসিডে৷ সেভাবেই পাওয়া গিয়েছে প্রোটিন পাউডার৷

advertisement

আরও পড়ুন : তারিখেই লুকিয়ে সংখ্যামাহাত্ম্য! সংখ্যাতত্ত্বে বিশ্বাসীরা স্মরণীয় করে রাখতে চান এই মঙ্গলবারকে

পরবর্তীতে পরীক্ষার পরের ধাপে পাউডার থেকে তৈরি করা হয়েছে মণ্ড৷ তার পর সেটাই অপ্রাণিজ মাংসে রূপন্তরিত হয়েছে৷ ডক্টর লিজার মতে এটি খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ৷ ছয়ের দশকে নাসা-র পরীক্ষা অনুসরণ করেই তৈরি হয়েছে এয়ার প্রোটিন৷ সেই পরীক্ষায় চেষ্টা করা হয়েছিল কীভাবে বিকল্প পদ্ধতিতে খাদ্য আহরণ করতে পারেন মহাকাশচারীরা৷

advertisement

আরও পড়ুন : প্রতিদিনের রান্নায় পেঁপে থাকে? জেনে নিন পেঁপে বেশি খাওয়া কত ক্ষতিকর

আরও পড়ুন : উদ্ভিজ্জ মাংস বা ভেগান মিট তৈরি এবং বিক্রিতে সামিল পশুপ্রেমী বিরুষ্কা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

‘হাইড্রোজেনোট্রোপস’ নামের এই মাইক্রোবস আবিষ্কার করেছিল নাসা৷ উপযুক্ত পরিবেশে বাতাসের কার্বনডাইঅক্সাইডের সংস্পর্শে এলে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড৷ যদিও গবেষণার শেষে এর থেকে সম্পূর্ণ অন্য জিনিস তৈরি করেছে এই সংস্থা৷ ফার্মান্টেশনের পর সম্পূর্ণ নতুন একটি উপাদান পাওয়া গিয়েছে৷ ডাইসেনর দাবি, এই বাতাস-মাংস দামে কম হবে এবং প্রাণিজ মাংসের থেকে এর স্থায়িত্বও হবে দীর্ঘদিনের৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Air Meat: প্রাণিহত্যা নয়, এ বার মাংস পাওয়া যাবে বাতাস থেকেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল