TRENDING:

Potato Benefits: পুষ্টিগুণে ঠাসা...! সেদ্ধ-ভাজা ছেড়ে রোজ খান পোড়া আলু, শরীরে কী হয় জানেন? চমকে দেওয়া তথ্য আয়ুর্বেদ চিকিৎসকের

Last Updated:

Potato Benefits: আয়ুর্বেদ ডাক্তাররা বলছেন, আলু পুড়িয়ে খেতে, তাতে নাকি বেশ কিছু উপকার রয়েছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা আলু পুড়িয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একটি আলু হজম হতে কত সময় লাগে? বিশেষজ্ঞরা বলছেন, একটি আলু খাওয়ার পর হজম হতে ৯০ থেকে ১২০ মিনিট পর্যন্ত সময় লাগে। এছাড়াও আলু নিয়ে নানা ধরনের বিধি নিষেধ রয়েছে। যেমন আলুতে ক্যালরি বেশি। যা মধুমেহ রোগীদের পক্ষে যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সবাই।
 পুষ্টিগুণে ঠাসা...! সেদ্ধ-ভাজা ছেড়ে রোজ খান পোড়া আলু
পুষ্টিগুণে ঠাসা...! সেদ্ধ-ভাজা ছেড়ে রোজ খান পোড়া আলু
advertisement

সেক্ষেত্রে আয়ুর্বেদ ডাক্তাররা বলছেন, আলু পুড়িয়ে খেতে, তাতে নাকি বেশ কিছু উপকার রয়েছে।   বিশেষজ্ঞরা বলছেন, কোনও জিনিস পুড়িয়ে খেলে তার তীক্ষ্ণতা কমে এবং পোড়া খাবারের স্বাদ বদলে যায়। তবে আলু কিংবা বেগুন পোড়ানো নিয়ে দুটি পদ্ধতি রয়েছে। একটি আলুর ওপরে কাদা মাখিয়ে সেটা আগুনের মধ্যে ফেলে দেওয়া। দ্বিতীয় সরাসরি আগুনে দিয়ে পুড়িয়ে নেওয়া। তবে দ্বিতীয়টির ক্ষেত্রে একটু ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।কারণ পুড়ে গিয়ে কালো বা গাঢ় বাদামী বর্ণের হয়ে যায় । অনেক সময় সেই অংশ খেলে অ্যাক্রেলেমাইড নামে একটি রাসায়নিক তৈরি হয়। যা ক্যানসার রোগ সৃষ্টি করতে পারে।

advertisement

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এই বিষয়ে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ কলেজের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডক্টর অসীম কুমার মন্ডল জানান, ‘ আলু পুড়িয়ে খেলে তার স্বাদ বদলে যায়। ফলে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে লালা রস নিঃসরণ হয় ও সহজে হজম হয়। উপরন্তু আলুতে ভিটামিন বি ৬, ভিটামিন সি ও প্রচুর পরিমাণে আইরন রয়েছে। আলু পটাশিয়ামের একটি ভাল উৎস।

advertisement

প্রতিদিন যদি কেউ সঠিক পদ্ধতি মেনে পরিমিত আলু খেতে পারে, তাতে তার স্বাস্থ্যের পক্ষে উপকার হবে।’ এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস বলছেন,’ আলু কিংবা বেগুন বেকড বা পুড়িয়ে খাওয়া যেতে পারে। তবে ছাল শুদ্ধ পোড়াতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে গিয়ে ক্ষতিকারক রাসায়নিক তৈরি না হয়ে যায়। সব থেকে ভয় ,অ্যাক্রেলেমাইড তৈরি হওয়ার। তাছাড়া পোড়া খাবার খাওয়া যেতেই পারে।’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Potato Benefits: পুষ্টিগুণে ঠাসা...! সেদ্ধ-ভাজা ছেড়ে রোজ খান পোড়া আলু, শরীরে কী হয় জানেন? চমকে দেওয়া তথ্য আয়ুর্বেদ চিকিৎসকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল