TRENDING:

ধূম মচালে ! রাস্তায় একই সঙ্গে দুটি সাইকেল চালিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন

Last Updated:

রাস্তা ভর্তি লোক, আবেগে, কুর্নিশে, প্রশংসায় ভাসালেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনে পড়ে গেল সেই সুপারহিট ছবির কথা ৷ যশ রাজ ফিল্মস নিবেদিত ছবির নাম ধূম ৷ এক অনবদ্য ছবির স্বাদ পেয়েছিলেন দর্শকেরা ৷ এক ছাঁক তারকাদের নিয়ে ছবিটি বিনোদনের মাত্রা বাড়িয়েছিল কয়েকগুণ ৷ জন আব্রাহাম, উদয় চোপড়া, অভিষেক বচ্চন, রিমি সেন, এষা দেওলকে জমজমাট ছবি ৷ এই ছবিতে হাইটেক চুরির বিভিন্ন ঘটনা ঘটেছিল যা দর্শকদের কপ্লনায় একদম ছিলনা বললেই চলে ৷
advertisement

এমনই এক এমন সুচারু ভাবে চুরি করা যেতে পারে তা আগে কখনও ভাবতেই পারেননি কেউ ৷ চুরিটাকেও এক শিল্পতে নিয়ে গিয়েছিলেন সেই হাইটেক চোর ৷ গল্পের মূল উপজীব্য বিষয় এটিই ছিল তার সঙ্গে প্রেম ও প্রতিশোধ নিয়ে বক্স অফিসে ঝড় চতুলেছিল ধূম ছবিটি ৷ সেই ছবিটিকেই যেন কিছুটা মনে করিয়ে দিল ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেটি ৷ যেখানে মনে দুটি সাইকেল নিয়ে দুর্ধর্ষ খেলা দেখাচ্ছেন একজন মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওটিতে দেখতে পাওয়া যাচ্ছে একটি মানুষ একই সঙ্গে দুটি সাইকেল চালাচ্ছেন সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে ৷ ভিডিওটি দেখে মনে পড়ছে ফুল অউর কাঁটে ছবির অজয় দেবগনকে যেখানে রাজকীয় চালে অজয় দেবগন দুটি বাইকে চড়ে যাচ্ছিলেন ৷ আপাতত একই সঙ্গে ২টি সাইকেল চড়ে ফেসবুকের চর্চায় এসেছেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ধূম মচালে ! রাস্তায় একই সঙ্গে দুটি সাইকেল চালিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল