TRENDING:

এই ব্য়ক্তির দৈনন্দিন খাদ্য তালিকা আপনাকে অবাক করবেই, জানলে চোখ উঠবেই কপালে

Last Updated:

খাওয়া দাওয়ার ব্যাপারে এক এক জনের পছন্দ এক এক রকমের ৷ কেউ ভোজনবিলাসী তো কেউ আবার সর্বভূক ৷ তবে এমন পাওয়া বড়ই দুষ্কর ৷ বিগত ১৫ বছর ধরে শুধু মাটি আর চুন খেয়ে বেঁচে আছেন ৷ সুস্থ জীবন যাপনও করছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: খাওয়া দাওয়ার ব্যাপারে এক এক জনের পছন্দ এক এক রকমের খাবার ৷ কেউ ভোজনবিলাসী তো কেউ আবার সর্বভুক ৷ তবে এমন পাওয়া বড়ই দুষ্কর ৷ যাঁর খাদ্য় তালিকায় বিগত ১৫ বছর ধরে আছে শুধু মাটি আর চুন ৷ হ্য়াঁ বিগত ১৫ বছর ধরে শুধুই মাটি আর চুন খেয়ে বেঁচে আছেন ৷ সুস্থ জীবন যাপনও করছেন ৷
advertisement

আরও পড়ুন : জীবনে সফল হতে চান ? দেখে নিন মুস্তাফার জীবনের গল্প

উত্তরপ্রদেশের জোনপুর জেলার শাহগঞ্জের করিমপুরের বাসিন্দা ৬০ বছরের বরসাতূ বর্মা বিগত ১৫-১৬ বছর ধরে যাবতীয় চর্চার বিষয় ৷ প্রতিদিন তাঁর খাদ্য তালিকায় সবজি, মাছ বা মাংসের বদলে বরাদ্দ ৩ থেকে ৪ কিলো মাটি আর ১০০ গ্রাম করে চুন খেয়েই বহাল তবিয়তে আছেন বরসাতূ বর্মা ৷

advertisement

জানা গিয়েছে বরসাতূর একবার শরীর খারাপ হওয়াতে দিল্লিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন ৷ নিউজ 18 এর পক্ষ থেকে এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করলে জানা গিয়েছে মাটি খেলে শরীরে মাটি রক্ত উৎপাদনে বাধা দেয় ৷ শরীরে রক্ত উৎপাদিত না হলে মানুষ অসুস্থ হয়ে পড়েন ৷ তবে চিকিৎসকেরাও আশ্চর্য এই ধরনের খাবার খেয়ে এবং হজম করে দিনের পর দিন বেঁচে থাকাটাই এক আশ্চর্যের ব্যাপার ৷ তবুও কী ভাবে বরসাতূ বর্মা এখনও সুস্থ-স্বাভাবিক আচেন সেটাই লাখ টাকার প্রশ্ন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

আরও পড়ুন : হুগলির ব্য়ান্ডেলে ধৃত ২ ভুয়ো টিকিট পরীক্ষক, ঘটনায় চাঞ্চল্য স্টেশন চত্বরে

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই ব্য়ক্তির দৈনন্দিন খাদ্য তালিকা আপনাকে অবাক করবেই, জানলে চোখ উঠবেই কপালে