প্রতিটি খাবারের গ্রাসের জন্য সংঘর্ষে পরিপূর্ণ জীবনের সামান্য টুকু স্বস্তিও বিসর্জন দেন, তাঁরাই শেখান কখনই খাবার দাবার নষ্ট করতে নেই ৷ তবে এক সমাজের অন্য ছবি বেশিরভাগ সময়েই চোখে পড়ে ৷ শয়ে শয়ে নিমন্ত্রিত রা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে এসে খেয়ে যান আর একদল আছেন যাঁরা শুধুই দেখে যান ৷ অন্ন চাই সঙ্গে সঙ্গে প্রাণও চাই বেশি কিছু চাইনা এমন অনেক বাড়ি আছে যেখানে খাবার দাবার অনেক বেঁচে যায় কিন্তুন সেইগুলি নষ্ট করা হয় ৷
advertisement
সেই খাবারগুলি নষ্ট না করে যদি এক অভুক্ত মানুষেদের কাছে পাঠানো যায় সেক্ষেত্রে তারা পেটের জ্বালা মেটাতে পারেন ৷ আমাদেরও আবেদন রইল ৷ তবে এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রেললাইনে নোংরায় পচাগলা খাবার পড়ে আছে, পেটের জ্বালাতেই সেই খাবার খাচ্ছেন এক মানুষ ৷ সেই ভিডিওই ভাইরাল হয়েছে ৷ প্রশ্ন একটাই তিনি কি একটু বেঁচে যাওয়া খাবার পেতে পারতেন না ৷ তহলে হয়ত এমন পচাগলা খাবার তাঁকে খেতে হতনা ৷