TRENDING:

৯ মাসের গর্ভাবস্থায় দূর্দান্ত বেলি ডান্স করলেন হবু মা! নিমেষে ভাইরাল হল ভিডিও

Last Updated:

৯ মাসের গর্ভাবস্থাতেও দূর্দান্ত বেলি ডান্স করলেন ওই মহিলা । দেখে কেউ বলবে না, তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
advertisement

যেমন এই ভিডিওটি । এই ভিডিও-তে এক হবু মা দেখিয়ে দিচ্ছেন অসম্ভব বলে কিছু হয় না । কিছুদিন আগেই মা হয়েছেন বলি-নায়িকা ও ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি বিরাট কোহলি । তাঁকেও দেখা গিয়েছে গর্ভাবস্থার শেষ দিন পর্যন্ত সুপার ফিট ছিলেন নায়িকা । নিয়মিত যোগব্যায়াম, জিমে কসরত করতেন তিনি । আর এই মা আবার ৯ মাসের গর্ভাবস্থাতেও করলেন দূর্দান্ত বেলি ডান্স । দেখে কেউ বলবে না, তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অনেক মেয়েরাই আজকাল গর্ভাবস্থা নিয়ে অত্যধিক সাবধানী হয়ে পড়েন । কাজকর্ম, শরীরচর্চা কোনওটাই করেন না তাঁরা । আধুনিক যুগের অনেক মা কিন্তু আবার প্রমাণ করে দিচ্ছেন, প্রেগন্যান্সি মানেই শুধু শুয়ে-বসে থাকা নয় । শরীরচর্চার মাধ্যমে শরীর-মন সবটাই ভাল থাকে ।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
৯ মাসের গর্ভাবস্থায় দূর্দান্ত বেলি ডান্স করলেন হবু মা! নিমেষে ভাইরাল হল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল