মশা দিয়েই মারা হবে মশা বাহিত রোগ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই মশা জেনেটিক্যালি মডিফাইড। অর্থাৎ জিনগত তফাত থাকছে এদের শরীরে। যার ফলে এই মশা কোনও রোগ বহন করবে না। এবং যে ভাইরাস মশা বহন করার ক্ষমতা রাখে, তাকে মারবে এই নতুন মশা। এই মশার নাম রাখা হয়েছে ওএক্স৫০৩৪, যা জিনগত ভাবে সংশোধিত। ২০২০ ২০ ২১ জুড়ে প্রায় ৭৫ কোটি মশা ছাড়া হবে পরিবেশে ।
advertisement
সাধারণত স্ত্রী মশারাই ভাইরাস বা রোগ বহন করতে সক্ষম । এই নতুন জিনগত সংশোধিত মশার, স্ত্রী মশারা লাভা অবস্থাতেই মারা যাবে। পুরুষ মশারা সাধারণত মধু বা পরাগ খেয়েই বেঁচে থাকে। তাই রোগ ছড়াবে না। এই প্রোজেক্টটি অনুমোদন পেয়েছে মে মাসে Environment Protection Agency তরফ থেকে। এই প্রথমবার ইউএস-এ জেনেটিক্যালি পরিবর্তীত মশা ছাড়ার কথা ভাবা হয়েছে। এদেরকে তৈরিও করা হয়েছে দীর্ঘ রিসার্চ করে। তবে সাধারণ মানুষ এই মশা ছাড়ায় আপত্তি জানিয়েছেন। এই বিষয়টা হিতে বিপরীত হলে বিপদ বাড়বে মানুষেরই।