ত্বক এক্সফোলিয়েট করতে মুসুর ডাল: সপ্তাহে একদিন ত্বক এক্সফোলিয়েট করলে মুখের উপরিভাগে জমে যাওয়া মৃত কোষ উঠে গিয়ে উজ্জ্বল কোমল ত্বক বেরিয়ে আসে। মিহি করে বাটা মুসুর ডালের সঙ্গে দু' চাচামচ দুধ মিশিয়ে থকথকে করে মুখে সমানভাবে লাগিয়ে নিতে হবে। তারপর ঘষে ঘষে মাসাজ করতে হবে। মিনিট দুই ঘষার পর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। দুধ ত্বককে কোমল আর নরম রাখবে।
advertisement
দাগ-ছোপ কমাতে অ্যালোভেরা জেলের সঙ্গে মুসুর ডালের ফেস প্যাক: মুসুর ডাল বাটার সঙ্গে খানিকটা অ্যালোভেরা জেল মিশিয়ে দাগের উপর লাগিয়ে রাখতে হবে। আধ ঘণ্টা পরে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে। নিয়মিত করলে ধীরে ধীরে দাগ ফিকে হয়ে আসবে।
আরও পড়ুন: ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ছোট কারি পাতাই হাজার রোগের মহৌষধ!
ট্যান কমাতে টক দই, বেসনের সঙ্গে মুসুর ডালের ফেস প্যাক: রোদে মুখচোখ পুড়ে কালো হয়ে গেলে কাজে লাগবে মুসুর ডাল। তিন টেবিলচামচ মুসুর ডাল বাটা, তিন টেবিলচামচ টক দই আর একই পরিমাণ বেসন একসঙ্গে বেশ করে মিশিয়ে, সেই মিশ্রণে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আবার ফেটিয়ে নিতে হবে। এবার মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না শুকোয়। তারপর জল দিয়ে ঘষে ধুয়ে ফেলতে হবে।
শুষ্কতা দূর করতে মধু, মুসুর ডালের ফেস প্যাক: ত্বক খুব শুকনো লাগছে? দু' টেবিলচামচ মুসুর ডালের সঙ্গে দু' টেবিলচামচ মধু মিশিয়ে মুখে মাখতে হবে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখ। মধু ত্বকে আর্দ্রতা জোগাবে আর মুসুর ডাল ত্বক করে তুলবে কোমল আর উজ্জ্বল।
আরও পড়ুন: 'অনুব্রত মণ্ডল বলছি', CBI-এর সামনে বসেই করলেন ফোন, প্রত্যুত্তরে অবাক তদন্তকারীরা
অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চন্দন, কমলালেবুর খোসার সঙ্গে মুসুর ডালের ফেস প্যাক: অনেকের মুখেই লোমের পরিমাণ একটু বেশি থাকে। হরমোনের প্রভাবে সাধারণত এই সমস্যা দেখা যায়। অনেকে মুখে ওয়াক্সিং করেন, যা যন্ত্রণাদায়ক। ত্বকের ক্ষতিও হয়। মুসুরডাল, চন্দন ও কমলালেবুর খোসার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে মুখের অবাঞ্চিত লোমের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। চন্দন, কমলালেবুর খোসার গুঁড়ো এবং মুসুর ডালের পেস্টের সঙ্গে অল্প গোলাপ জল মিশিয়ে মুখে ও গলায় মাখতে হবে। শুকিয়ে গেলে অল্প জল নিয়ে হালকা করে ঘষে মুখ পরিষ্কার করে নিতে হবে।
