উকুন সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য রইল ঘরোয়া এই ৩টি সমাধান ৷
আরও পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে মাছকে ফর্মালিন মুক্ত করবেন কীভাবে ?
• বেশকিছু এসেনসিয়াল অয়েল উকুন তাড়াতে সাহায্য করে ৷ টি-ট্রি অয়েল, ইয়াং ইয়াং ওয়েল অ্যানাইস অয়েল উকুনের যম ৷
• ১ টেবল চামচ টি ট্রি অয়েল, ১ টেবল চামচ ইউক্যালিপটাস অয়েল আর ২ টেবল চামচ হেয়ার টনিক মিশিয়ে মাথায় লাগান ৷ সারা রাত হেয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন ৷ সকালে উঠে উকুন চিরুণি দিয়ে মাথা আঁচড়ে নিন ৷
advertisement
• ৪ টেবল চামচ অলিভ অয়েল ১৫-২০ ফোঁটা এসেনসিয়াল অয়েল (টি ট্রি, ল্যাভেন্ডার, পিপারেন্ট, ইউক্যালিপটাস, রেড থিম, নাটমেগ, ক্লোভ অয়েল) মিশিয়ে লাগান ৷ সারা রাত এভাবে থাকার পর চুল আঁচড়ে নিন ৷ এরপর শ্যাম্পু করে নিন ৷
• একদিনে উকুন না গেলে এই পদ্ধতি এক সপ্তাহ প্রয়োগ করুন ৷ পাকাপাকিভাবে উকুনের জ্বালা থেকে রেহাই মিলবেই ৷