TRENDING:

জেনে নিন আইসক্রিম সম্পর্কে ১৫ টি অজানা তথ্য

Last Updated:

গরমকাল মানে আইসক্রিম চাই-ই-চাই! কিন্তু আইসক্রিম সম্পর্কে এই ইন্টারেস্টিং তথ্য গুলো জানতেন কি?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গরমকাল মানে আইসক্রিম চাই-ই-চাই! কিন্তু আইসক্রিম সম্পর্কে এই ইন্টারেস্টিং তথ্য গুলো জানতেন কি?
advertisement

১) আলেকজানডার দ্য গ্রেট-এর সময় আইসক্রিম আবিষ্কার হয় নি! শোনা যায়, তিনি নাকী বরফে মধু মিশিয়ে খেতেন

২) ১৯০৪ সালে সেন্ট লুইস-এ 'ওয়র্ল্ডস ফেয়ার' চলাকালীন আইসক্রিমের চাহিদা এতটাই বেড়ে যায় যে, শামাল দিতে আইসক্রিম বিক্রেতারা ওয়াফেল-এর মাথায় আইসক্রিম বসিয়ে বিক্রি করেন। দেখতে লাগে বড়, অথচ আইসক্রিম লাগে কম পরিমাণে! সেখান থেকেই জন্ম হয় আইসক্রিম কোন-এর

advertisement

৩) রুপার্ট গ্রিন্ট-এর জীবনের প্রথম ইচ্ছে ছিল, আইসক্রিম বিক্রি করবেন। তাই, 'হ্যারি পটার'-এর সিনেমা থেকে তিনি যে টাকা রোজগার করেছিলেন, তাই দিয়ে প্রথমেই কেনেন একটা আইসক্রিম ট্রাক

৪) আইসক্রিম টেস্টার-রা সোনার চামচ দিয়ে আিসক্রিম চাখেন

৫) আইসক্রিমের আসল নাম ছিল ক্রিম আইস

৬) আইসক্রিমের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কি জানেন? হাওয়া

advertisement

৭) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উদযাপন করা হয়েছিল আিসক্রিম খেয়ে

৮) আইসক্রিমে থাকা চিনি আইসক্রিমের মেল্টিং পয়েন্ট কমায়

৯) জুন মাসে সবথেকে বেশি আইসক্রিম তৈরি হয়

১০) হাওয়াই-এ এক ধরনের ফল পাওয়া যায়, নাম ' আইসক্রিম বিন', খেতে হুবহু ভ্যানিলা আইসক্রিমের মতো

১১) সারা পৃথিবী জুড়ে সবথেকে জনপ্রিয় আইসক্রিমের ফ্লেভার হল ভ্যানিলা

advertisement

১২) মার্কিণ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পাওয়া যায় সবথেকে বিরল ফ্লেভারের আইসক্রিম-- হট ডগ ফ্লেভার

১৩) বিশ্বের সর্ববৃহৎ আইসক্রিম সান্ডি বানানো হয় ১৯৮৫ সালে, ক্যালিফোর্ণিয়ায়। উচ্চতা  ১২ ফিট। ছিল ৪৬৬৭ গ্যালন আইসক্রিম

১৪) ১ গ্যালন আইসক্রিম বানাতে ১২ গ্যালন গরুর দুধ লাগে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

১৫) গোটা বিশ্বে সবেকে বেশি ব্যবহৃত আইসক্রিম টপিং হল চকোলেট সিরাপ

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
জেনে নিন আইসক্রিম সম্পর্কে ১৫ টি অজানা তথ্য