পয়লা প্রোপোজ: কেউ করেনি!
পয়লা থাপ্পড়: বাবার কাছে।
পয়লা আপস: প্রতি মুহূর্তেই করে চলেছি!
পয়লা ইন্টারভিউ: বিষয়টাই পছন্দ নয়!
পয়লা চিঠি: ভীষণ রোম্যান্টিক!
পয়লা কাছে পাওয়া: মনে পড়ে না!
পয়লা ভুলে যাওয়া: ওই ভুলে যাওয়াটাই তো আছে!
advertisement
পয়লা উপহার:
ক) পাওয়া- পুতুল
খ) দেওয়া- সবসময়েই তো দিতে থাকি, ভালবাসার মানুষকে...
পয়লা নেশা: দার্জিলিং চা
পয়লা প্রতিশ্রুতি: ভঙ্গ!
পয়লা পকেটমানি: ২৭ টাকা
পয়লা রোজগার: ১৫০ টাকা
Location :
First Published :
April 13, 2019 10:39 AM IST