কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল শনিবার বরোদায় এমনই আশঙ্কাপ্রকাশ করেছেন হয়ত কাশ্মীরের পথেই হাঁটতে পারে বিজেপি ৷
বিহারের এই কংগ্রেসের দাপুটে নেতা উল্লেখ করেছেন বিহরের উত্তরের রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য বারবার কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে ৷ সম্প্রতি নীতি আয়োগের বৈঠকে বিহারকে এক বিশেষ রাজ্যের মর্যাদা কথা আবারও উল্লেখ করেছেন ছিলেন তবে প্রধানমন্ত্রী এই প্রস্তাব নাকোচ করেছেন সরাসরি ৷
advertisement
গত সপ্তাহে প্রধানমন্ত্রীর অপমানের পরেও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ-র সঙ্গ ত্যাগ না করলেও ৷ গত সপ্তাহেই বিজেপি পিডিপির সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিন্ন করেছে ৷ তাই জল্পনা এখন তুঙ্গে, কাশ্মীরের রাস্তায়ই তো হাঁটবেনা বিজেপি !
আরও পড়ুন : পিডিপি-র সঙ্গে জোট ভেঙেই জম্মু, লাদাখকে নিশানা বিজেপির, টার্গেট ২০১৯ !
advertisement
Location :
First Published :
June 24, 2018 12:41 PM IST