নতুন অতিথিদের ভিড়ে সরগরম আলিপুর চিড়িয়াখানা। দর্শকরা কাকে ছেড়ে কাকে দেখবেন? তা বেছে নিতে খানিক বেগ পেতে হবে বইকি। আর হবে নাই বা কেন? নতুন সিংহ, জাগুয়ার, মাউস ডিয়ার আর ক্যাঙারুদের আনা হয়েছে চিড়িয়াখানায়। বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামা থেকে চারটি গ্রে ক্যাঙারু আনা হয়েছে। রবিবার হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে এল আরও নতুন সদস্য।
advertisement
২টি সিংহ
-----------------------
- ১০ বছরের একটি সিংহ
- সিংহের নাম বিশ্বাস
- ৪ বছর ১০ মাসের একটি সিংহী
- সিংহীর নাম শ্রুতি
২ টি জাগুয়ার
-----------------------
- আর্য ও মালালা নামের ২টি জাগুয়ার
- আর্যর বয়স ৪ বছর ১ মাস
- মালালার বয়স ৩ বছর ৪ মাস
৬ টি মাউস ডিয়ার
-----------------------
- ৩টি পুরুষ মাউস ডিয়ার
- (এদের) নাম রোহন, রামু, কিষান
- ৩টি স্ত্রী মাউস ডিয়ার
- (এদের) নাম অরুণা, রেখা নীলিমা
- ৩টি মাউস ডিয়ারের বয়স ২ বছর
- বাকি ৩টির বয়স ১ বছর
এখনই অবশ্য দর্শকদের সামনে হাজির করা হবে না নতুন সদস্যদের।
- নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে অন্তত একমাস সময়
- ওআরএস খাওয়ানো হচ্ছে
- রাতে অল্প খাবার
- সবসময় পর্যবেক্ষণের জন্য ৩ চিকিৎসক
অন্যদিকে হায়দরাবাদ চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে দু’টি জিরাফ। নোনা জলের কুমিরও পাঠাবে আলিপুর চিড়িয়াখানা।