পুলিশ জানিয়েছে, প্রশাসন সতর্ক থাকার কারণেই এইভাবে নারী নিরাপত্তা দেওয়া সম্ভব হয়েছে। এদিকে NCRB–এর তথ্যেই দেখা যাচ্ছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৫৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে ২০১৯ সালে। যদিও তালিকায় শীর্ষে আছে দিল্লি, সেখানে নারী হেনস্থার ঘটনা ঘটেছে ১২৩১টি। রাজস্থান রাজ্য হিসাবে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষাহীন শহর হিসাবে উঠে এসেছে। সেখানে ১৮ হাজার গার্হস্থ্য হিংসার হিসাব এসেছে রিপোর্টে।
advertisement
কলকাতা এমনিতেই অন্য পাঁচটা শহরের থেকে নারী নিরাপত্তায় চিরকাল এগিয়ে। শুধু প্রশাসনিক সতর্কতা নয়, এর কৃতিত্ব বাসিন্দাদেরও প্রাপ্য, যাঁরা শহরকে নিরাপত্তা দিয়েছেন। যাঁরা মহিলাদের সম্মান রক্ষার স্বার্থে বারবার এগিয়ে এসেছেন। তাঁরাই উদাহরণ তৈরি করে কলকাতা শহরকে আজ নারী নিরাপত্তায় শ্রেষ্টতম এক উদাহরণ তৈরি করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2020 1:16 PM IST