ঘটনাটি ঘটে রবীন্দ্রপল্লী আট নম্বর ব্রিজের কাছে একটি চিমনি ও ওয়াশিং মেশিনের দোকানে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ভাঙাচোরা জিনিসপত্র কিনতে ওই দোকানে এসেছিল। ওই সময় দোকানে থাকা এক মহিলাকে তিনি দোকানের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর সুযোগ বুঝে ওই যুবক মহিলাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
advertisement
দোকানে আসা মহিলার শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ
মহিলা চিৎকার শুরু করলে আশপাশের দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। এরপর শুরু হয় গণপিটুনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ কোনওমতে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দিনে দুপুরে কেষ্টপুর অঞ্চলের মতন জনবহুল জায়গায় এই ঘটনা অত্যন্ত আশ্চর্যজনক, দিনের আলোতে যদি মহিলাদের সাথে এমন ঘটনা ঘটে তবে আমাদের স্থানীয় মহিলারা কি করে রাস্তায় চলাচল করবে এমনটাই জানাচ্ছেন উপস্থিত স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এলাকার মানুষেরা দিনের বেলায় এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মানসিকভাবে অসুস্থ ? নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তার তদন্তে বাগুইআটি থানা পুলিশ। Subha Dhali