TRENDING:

Youth Tries To Touch A Woman: ভরদুপুরে কেষ্টপুরে কেলেঙ্কারি! দোকানে আসা মহিলাকে প্রথমে হাত ধরে টান, পরে পিছন থেকে জাপটে ধরতে যায় যুবক, তারপরেই

Last Updated:

Youth Tries To Touch A Woman: কেষ্টপুর শ্লীলতাহানির চেষ্টা! অভিযুক্তকে উপস্থিত জনতা গণপিটুনি দেয় ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ এসে গ্রেফতার করে ওই অভিযুক্তকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেষ্টপুরে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক আটক৷  শনিবার দুপুরে কলকাতার কেষ্টপুর রবীন্দ্রপল্লী এলাকায় এক দোকানে এক মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে এক যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে বাগুইআটি থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। জানা গেছে, অভিযুক্ত রাজারহাটের বাসিন্দা।
দোকানে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা- Photo- Representative
দোকানে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা- Photo- Representative
advertisement

ঘটনাটি ঘটে রবীন্দ্রপল্লী আট নম্বর ব্রিজের কাছে একটি চিমনি ও ওয়াশিং মেশিনের দোকানে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক ভাঙাচোরা জিনিসপত্র কিনতে ওই দোকানে এসেছিল। ওই সময় দোকানে থাকা এক মহিলাকে তিনি দোকানের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর সুযোগ বুঝে ওই যুবক মহিলাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।

advertisement

দোকানে আসা মহিলার শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ

View More

মহিলা চিৎকার শুরু করলে আশপাশের দোকানদার এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে। এরপর শুরু হয় গণপিটুনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। পুলিশ কোনওমতে উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

advertisement

দিনে দুপুরে কেষ্টপুর অঞ্চলের মতন জনবহুল জায়গায় এই ঘটনা অত্যন্ত আশ্চর্যজনক, দিনের আলোতে যদি মহিলাদের সাথে এমন ঘটনা ঘটে তবে আমাদের স্থানীয় মহিলারা কি করে রাস্তায় চলাচল করবে এমনটাই জানাচ্ছেন উপস্থিত স্থানীয় বাসিন্দারা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এলাকার মানুষেরা দিনের বেলায় এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুলিশের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মানসিকভাবে অসুস্থ ? নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তার তদন্তে বাগুইআটি থানা পুলিশ। Subha Dhali

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Youth Tries To Touch A Woman: ভরদুপুরে কেষ্টপুরে কেলেঙ্কারি! দোকানে আসা মহিলাকে প্রথমে হাত ধরে টান, পরে পিছন থেকে জাপটে ধরতে যায় যুবক, তারপরেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল