পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ৭ তারিখ অর্থাৎ সোমবার মধ্যরাত্রি রাত দু’টো নাগাদ ককুলিয়ায়। প্রথমে বচসা বাধে রকির সঙ্গে স্থানীয় ভোলা, যিশু এবং পিংকুর। পরে রকিকে ডেকে পাঠানো হয় গড়িয়াহাট মোড়ে। তখনই রাস্তায় ফেলে চপার দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রকি হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ দুপুর গড়ালেই বজ্রবিদ্যুৎ-সহ কাঁপিয়ে ঝড়বৃষ্টি, কলকাতায় তছনছ করবে কালবৈশাখী? জানিয়ে দিল হাওয়া অফিস
advertisement
আরও পড়ুনঃ বাড়িতে তুলসীর সঙ্গে রাখুন এই একটি জিনিস, অভাব আপনাকে ছুঁতে পারবে না! জানাচ্ছেন বিশিষ্ট জ্যোতিষী
জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগেও জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ওই যুবকদের সঙ্গেই রকির ঝামেলা বেধেছিল। রকির ওপর হামলা চালায়। এখনও পর্যন্ত গড়িয়াহাট থানা কাউকে গ্রেফতার করতে পারিনি। তল্লাশি চালানোর সময় বাড়িতে কেউ নেই বলে জানায় এক প্রতিবেশী।