TRENDING:

তরুণ প্রজন্ম কিভাবে ভার্চুয়াল জগতে বন্দি, তাই তুলে ধরেছে এই মণ্ডপ

Last Updated:

তরুণ প্রজন্ম কিভাবে ভার্চুয়াল জগতে বন্দি, তাই তুলে ধরেছে এই মণ্ডপ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুধুই মোবাইলে চোখ। সবকিছুই কেমন যেন ভূলে থাকা। ভার্চুয়াল জগতই এখন ধ্যান, জ্ঞান, প্রেম। বন্ধু নেই, আড্ডা নেই, নেই দেদার মজার মুহূর্ত। এখান থেকেই বকুল বাগান নিয়ে আসছে একলা ফেরা। বাঁশের কাজের মধ্যেই উঠে আসবে একসঙ্গে থাকার বার্তা।
advertisement

বাঁশের কাজে একসঙ্গে থাকার বার্তা। ছোট ছোট মূল্যবোধকে তুলে ধরা হবে বকুলবাগান পুজো মণ্ডপে। মোবাইলের চোখ রেখে তরুণ প্রজন্ম ভার্চুয়াল জগতে বন্দি। সেখান থেকেই ভাবনার শুরু। ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তের কনকাইজ বাঁশ নিয়ে দিয়েই সেজে উঠছে গোটা মণ্ডপটি। শিল্পী বিমল সামন্তের ভাবনায় সেজে উঠছে পুজো মণ্ডপ।

কলকাতার পুজো থিমের যে ঐতিহ্য। তা বকুল বাগানের হাত দিয়েই শুরু হয়েছে বলা যায়। একটা সময় এঁদের প্রতিমা নির্মান করেছেন পরিতোষ সেন, বিকাশ ভট্টাচার্য ও রথীন মিত্রের মতো শিল্পীরা। দু হাজার দশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পুজোর ভাবনায় সঙ্গে জড়িত ছিলেন। তাই এবারের সার্বিক ভাবনা দর্শকের পছন্দ হবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

একলা নয়। সকলের সঙ্গে নিয়েই জীবনের জয়গান গাইতে বলছে বকুলবাগান। মানুষের সঙ্গে মানুষের সখ্যতাই এগিয়ে নিয়ে যাবে সমাজ ও সভ্যতাকে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
তরুণ প্রজন্ম কিভাবে ভার্চুয়াল জগতে বন্দি, তাই তুলে ধরেছে এই মণ্ডপ